ঢাকা, বুধবার, মার্চ ১২, ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Logo
logo

ট্রাম্পের চিঠির কঠোর জবাব দিলেন খামেনি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৫, ০২:০৩ পিএম

ট্রাম্পের চিঠির কঠোর জবাব দিলেন খামেনি

 

যুক্তরাষ্ট্রের যেকোনো চাপের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান কখনোই ওয়াশিংটনের শর্ত মেনে আলোচনায় বসবে না।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি ইরানের শীর্ষ নেতৃত্বকে একটি চিঠি পাঠিয়েছেন পরমাণু চুক্তি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে। এরপরই শনিবার খামেনি সাফ জানিয়ে দেন, “যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য আলোচনার নামে আমাদের ওপর শর্ত চাপিয়ে দেওয়া। ইরান কখনোই তা মেনে নেবে না।”

ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানকে নিয়ন্ত্রণের দুটি উপায় আছে— সামরিক হামলা বা এমন একটি চুক্তি করা, যাতে তারা পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে।”

তবে খামেনি যুক্তরাষ্ট্রের চুক্তির প্রস্তাবকে একপ্রকার ফাঁদ বলেই অভিহিত করেন। তিনি বলেন, “আলোচনার অর্থ তাদের নতুন নতুন দাবি মেনে নেওয়া, যা আমরা কখনোই করব না। এটি শুধু পরমাণু ইস্যু নয়, আমাদের সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে প্রভাব কমানোরও চেষ্টা।”

ট্রাম্প তার প্রথম দফা প্রেসিডেন্ট থাকাকালীন ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেন। ২০১৮ সালে তিনি ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন, যা ইরানের অর্থনীতিকে চরম সংকটে ফেলে।

জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ সতর্ক করেছে, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অস্ত্র-উপযোগী পর্যায়ে নিয়ে যাচ্ছে। তবে তেহরান বরাবরই দাবি করেছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

খামেনি স্পষ্টভাবে বলেছেন, “যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলার একমাত্র পথ প্রতিরোধ।” ইরান জানিয়ে দিয়েছে, তারা কোনো অবস্থাতেই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বা আন্তর্জাতিক প্রভাব বিসর্জন দেবে না, যা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।