ঢাকা, বুধবার, মার্চ ১২, ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Logo
logo

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা? ব্যাটিং কোচের পাল্টা জবাব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা? ব্যাটিং কোচের পাল্টা জবাব

 

চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের জন্য দুবাইকে ‘বিশেষ ভেন্যু’ হিসেবে বরাদ্দ করায় বিতর্ক তুঙ্গে। অন্য দলগুলোকে একাধিক ভেন্যুতে ভ্রমণ করে খেলতে হলেও, রোহিত শর্মার দলকে শুরু থেকেই এক জায়গায় খেলার সুযোগ দেওয়া হয়েছে। তবে এ নিয়ে কোনো অভিযোগ মানতে নারাজ ভারতের ব্যাটিং কোচ সিতাংশ কোটক।

শুক্রবার (৮ মার্চ) ভারতীয় দলের অনুশীলনের সময় সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কোটক বলেন, "আমি বুঝতে পারছি না, আমরা কী এমন সুবিধা পেয়েছি? যখন কেউ কাঙ্ক্ষিত ফল পায় না, তখন অভিযোগ তুলতে থাকে। আমরা কেবল নির্ধারিত সূচি অনুযায়ী খেলেছি।"

চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও, ভারতের সব ম্যাচই অনুষ্ঠিত হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এমনকি ফাইনাল ম্যাচও হবে সেখানেই। ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক নাসের হুসেইন ও মাইকেল অ্যাথারটন প্রথম এই বিতর্ক উসকে দেন। পরে সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই ভারতের 'বাড়তি সুবিধা' নিয়ে প্রশ্ন তুলেছেন।

ভারতের হেড কোচ গৌতম গম্ভীরও এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, "অযথা অভিযোগ তুলে লাভ নেই। আমাদের নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে হয়েছে, কোনো বিশেষ সুবিধা দেওয়া হয়নি।" তবে একই ম্যাচ শেষে ভারতের পেসার মোহাম্মদ শামি স্বীকার করেন, নির্দিষ্ট এক ভেন্যুতে খেলার কারণে তারা কিছুটা হলেও সুবিধা পেয়েছেন।

ব্যাটিং কোচ কোটকও গম্ভীরের সুরে সুর মিলিয়ে বলেন, "আমরা ভিন্ন ধরনের উইকেটে অনুশীলন করি, তবে ম্যাচ খেলতে হয় নির্ধারিত সূচি অনুযায়ী। এখানে আসার পর সূচি পরিবর্তন করা হয়নি, ফলে বাড়তি সুবিধার প্রশ্নই আসে না।"

তবে সমালোচকরা এখনো দাবি করছেন, ভারতের জন্য নির্ধারিত এই বিশেষ সুবিধা টুর্নামেন্টের ন্যায্যতার প্রশ্ন তুলে দিয়েছে।