ঢাকা, বুধবার, মার্চ ১২, ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Logo
logo

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচে টাই হলে শিরোপা নির্ধারণ হবে সুপার ওভারে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচে টাই হলে শিরোপা নির্ধারণ হবে সুপার ওভারে

 

চ্যাম্পিয়নস ট্রফির আজকের ফাইনাল ম্যাচের যদি কোন দল জয়ী না হয় এবং ম্যাচটি টাই হয়, তবে শিরোপা নির্ধারণ হবে সুপার ওভারে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে সমান ১৫ রান হয়ে গিয়েছিল। সেই ম্যাচে, দুটি দলই সুপার ওভারেও সমান রান করেছিল, তবে বেশি বাউন্ডারি মারার কারণে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। কিন্তু, এবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে যদি টাই হয় এবং সুপার ওভারেও সমান রান হয়, তাহলে বাউন্ডারি মারার নিয়ম আর কার্যকর হবে না। আইসিসি ২০১৯ বিশ্বকাপের পর এই নিয়ম পরিবর্তন করেছে। নতুন নিয়মে যতক্ষণ না পর্যন্ত এক দলকে জয়ী ঘোষণা করা সম্ভব হবে, ততক্ষণ সুপার ওভার চলতে থাকবে।

তবে, যদি বৃষ্টি কারণে ম্যাচটি ভেসে যায়, তখন কি হবে? এতে কোনো চিন্তা নেই, কারণ রিজার্ভ ডে রাখা হয়েছে। ফাইনাল যদি রোববারে অনুষ্ঠিত না হয়, তবে ম্যাচটি সোমবার অনুষ্ঠিত হবে। তবে, যদি ওই দিনও খেলা না হতে পারে, তাহলে নিয়ম অনুযায়ী দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে, ঠিক যেমন ২০০২ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হয়েছিলো। সেবার ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে শিরোপা জিতেছিল।

এদিকে, আজকের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, দুবাইয়ে রৌদ্রউজ্জ্বল ঝলমলে আবহাওয়া থাকবে, যা খেলার জন্য আদর্শ পরিস্থিতি সৃষ্টি করবে।