ঢাকা, বুধবার, মার্চ ১২, ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Logo
logo

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত হেরে গেলে রোহিত শর্মার অবসর?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত হেরে গেলে রোহিত শর্মার অবসর?

 

আজ রোববার (৯ মার্চ) চ্যাম্পিয়নস ট্রফির জমজমাট ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠে এসেছে ভারত, তবে এই ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে নতুন এক গুঞ্জন চলছে। সূত্রের খবর অনুযায়ী, যদি ভারত এই ফাইনালে হেরে যায়, তাহলে রোহিত শর্মা তার ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ার শেষ করে দিতে পারেন।

বিসিসিআইয়ের সূত্র অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত যদি নিউজিল্যান্ডের কাছে হারতে থাকে, তাহলে রোহিত তার ক্যারিয়ার সমাপ্তির সিদ্ধান্ত নিতে পারেন। অন্যদিকে, যদি ভারত চ্যাম্পিয়ন হয়, তবে রোহিত ওয়ানডে ক্রিকেটে খেলোয়াড় হিসেবেই থাকতে পারেন, তবে তার নেতৃত্বের ভবিষ্যত নিয়ে কিছুটা অস্বস্তি রয়েছে।

ফাইনালের আগে রোহিতের ফর্মও নিয়ে আলোচনা চলছে। চলতি চ্যাম্পিয়নস ট্রফির আসরে তার সর্বোচ্চ স্কোর ছিল ৪১, যা এসেছে বাংলাদেশের বিপক্ষে। এ নিয়ে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার মন্তব্য করেছেন। তিনি বলেন, "আক্রমণাত্মক খেলা এক বিষয়, তবে ২৫-৩০ ওভার ব্যাট করার সময় একটু বিচক্ষণতা থাকা উচিত। একজন ব্যাটসম্যান হিসেবে কি তুমি ২৫-৩০ রান করেই খুশি হতে চাও? এটা তোমার কাছে পর্যাপ্ত হওয়া উচিত নয়।"

এদিকে, ভারত যদি জেতে, তবে রোহিতের নেতৃত্বের ভবিষ্যত নিয়ে নতুন আলোচনা শুরু হবে। হার্দিক পান্ডিয়া এবং শুভমান গিলের নাম ঘুরছে নতুন অধিনায়ক হিসেবে। এখন সবকিছু নির্ভর করছে আজকের চূড়ান্ত ম্যাচের ফলের ওপর।