ঢাকা, বুধবার, মার্চ ১২, ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Logo
logo

জমজমের পানি নিয়ে কঠোর নির্দেশনা: মুসল্লিদের জন্য নতুন নিয়ম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম

জমজমের পানি নিয়ে কঠোর নির্দেশনা: মুসল্লিদের জন্য নতুন নিয়ম

 

পবিত্র রমজান মাসে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের বাড়তি চাপ সামলাতে সৌদি কর্তৃপক্ষ জমজমের পানি বিতরণে নতুন নির্দেশনা জারি করেছে। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর দেখভালের দায়িত্বপ্রাপ্ত সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, এবার মসজিদ চত্বরে ২০,০০০ পানির পাত্র স্থাপন করা হয়েছে, যা মুসল্লিদের জন্য সহজপ্রাপ্যতা নিশ্চিত করবে এবং শৃঙ্খলা বজায় রাখবে।

সৌদি কর্তৃপক্ষ মুসল্লিদের সতর্ক করে জানিয়েছে, ব্যবহৃত প্লাস্টিকের কাপ নির্দিষ্ট বর্জ্যের বিনে ফেলতে হবে এবং পানির পাত্র যথেচ্ছভাবে খোলা যাবে না। পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি, মুসল্লিদের নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় গালফ নিউজ।

জমজম পানির সহজপ্রাপ্যতার পাশাপাশি, ওজুর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিং ফাহাদ সম্প্রসারণ এলাকাসহ মসজিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ওজুখানা স্থাপন করা হয়েছে, যেখানে এসকেলেটর ও লিফটের মাধ্যমে সহজেই যাতায়াত করা যাবে। বিশেষত, মাসআ এলাকা (আল-মারওয়ার কাছে) এবং মসজিদের পূর্ব ও পশ্চিম আঙ্গিনায় এসব সুবিধা যুক্ত করা হয়েছে।

এছাড়া, মুসল্লিদের সুবিধার্থে মক্কা কোম্পানি ও দার আত-তাওহিদের মধ্যবর্তী স্থান এবং উত্তর আঙ্গিনায় অতিরিক্ত ওজুখানা স্থাপন করা হয়েছে।

সৌদি প্রেসিডেন্সি কর্তৃপক্ষ পুনরায় মনে করিয়ে দিয়েছে যে, জমজমের পানি শুধুমাত্র পান করার জন্য সংরক্ষিত, ওজুর জন্য নয়। নির্ধারিত ওজুখানাগুলো ব্যবহারের আহ্বান জানিয়ে তারা মুসল্লিদের নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে।