ঢাকা, বুধবার, মার্চ ১২, ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Logo
logo

শিরোপার আরও কাছাকাছি লিভারপুল, দুর্দান্ত জয়ে উজ্জ্বল সালাহ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৬:০৩ পিএম

শিরোপার আরও কাছাকাছি লিভারপুল, দুর্দান্ত জয়ে উজ্জ্বল সালাহ

 

 শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল লিভারপুল! শনিবার (৮ মার্চ) রাতে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় নিজেদের আধিপত্য আরও শক্তিশালী করেছে রেডসরা। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান দাঁড়িয়েছে ১৬ পয়েন্ট।

২৯ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৭০ পয়েন্ট, অন্যদিকে দুই ম্যাচ কম খেলা আর্সেনালের সংগ্রহ ৫৪ পয়েন্ট। এখন লিগ শিরোপা ঘরে তোলা কেবল সময়ের ব্যাপার বলে মনে করছেন বিশ্লেষকরা।

সালাহর দুর্দান্ত পারফরম্যান্স

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় লিভারপুল। প্রথমার্ধে সাউদাম্পটনের উইল স্মলবোনের গোলে পিছিয়ে পড়ে তারা। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৪৮ মিনিটে ডারউইন নুনেজ গোল করে সমতা ফেরান। এরপর ৫৫ ও ৮৮ মিনিটে পেনাল্টি থেকে পরপর দুই গোল করে দলের জয় নিশ্চিত করেন মোহাম্মদ সালাহ।

এই মৌসুমে সালাহ প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ২৭ গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন, যা তাকে লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি থিয়েরি অঁরি ও আর্লিং হলান্ডের এক মৌসুমে সর্বোচ্চ গোল অবদানের (৪৪) রেকর্ড স্পর্শ করেছেন।

এছাড়া, ২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে ৩৯০ ম্যাচে ২৪২ গোল করে ক্লাবের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন সালাহ।

প্রিমিয়ার লিগের ইতিহাসেও সালাহ নতুন মাইলফলক স্পর্শ করেছেন। ১৮৪ গোল করে তিনি ম্যানচেস্টার সিটির কিংবদন্তি সার্জিও আগুয়েরোর পাশে বসেছেন। এখন আর মাত্র ৩টি গোল করলেই অ্যান্ডি কোলকে ছুঁয়ে ফেলবেন তিনি।

এই জয়ে লিভারপুলের শিরোপা জয় প্রায় নিশ্চিত বলা যায়। সালাহ ও তার সতীর্থরা যদি এমন ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে খুব শিগগিরই রেডস ভক্তরা শিরোপা উদযাপন করতে পারবেন! 🚀