ঢাকা, বুধবার, মার্চ ১২, ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Logo
logo

চ্যাম্পিয়নস ট্রফিতে কোটি টাকার বৃষ্টি: কত পেল ভারত-বাংলাদেশ?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৬:০৩ পিএম

চ্যাম্পিয়নস ট্রফিতে কোটি টাকার বৃষ্টি: কত পেল ভারত-বাংলাদেশ?

 

অবশেষে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর শিরোপা নিজেদের করে নিল ভারত! দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (৯ মার্চ) ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি। এটি ভারতের তৃতীয় চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা এবং টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার পর দ্বিতীয়বারের মতো বিজয়ী হওয়ার স্বাদ পেল তারা।

শুধু ট্রফি নয়, মোটা অঙ্কের পুরস্কারও ঘরে তুলেছে ভারত। ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) পেয়েছে চ্যাম্পিয়নরা। আর রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছে ১১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা)।

আইসিসি আগেই ঘোষণা করেছিল, এবারের আসরে প্রাইজমানির পরিমাণ বৃদ্ধি করা হবে। ২০১৭ সালের আসরের তুলনায় এবার প্রাইজমানি ৫৩ শতাংশ বেশি।

সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পেয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার করে, আর সপ্তম ও অষ্টম দল পেয়েছে ১ লাখ ৪০ হাজার ডলার করে। প্রতিটি দলই শুধুমাত্র অংশগ্রহণের জন্য ১ লাখ ২৫ হাজার ডলার পেয়েছে।

বাংলাদেশের জন্য এবারের চ্যাম্পিয়নস ট্রফি ফলাফল অনুযায়ী খুব একটা ভালো না হলেও, অর্থের হিসেবে খারাপ নয়। তিন ম্যাচের মধ্যে দুইটিতে হেরে এবং এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় মাত্র ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে শান্তর দল। তবে জয় ছাড়াই প্রাইজমানি হিসেবে প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা পেয়েছে বাংলাদেশ, যা দলটির পরবর্তী প্রস্তুতির জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।