এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫, ০৭:০৩ পিএম
নতুন মৌসুমের আগে শক্তিশালী কোচিং স্টাফ গড়ে তুলতে ব্যস্ত কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে ফ্র্যাঞ্চাইজিটি নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওটিস গিবসনকে। নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাট ভারতীয় জাতীয় দলের সহকারী কোচ হওয়ার পর, তার পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসারকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
গিবসন আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ কোচিং ক্যারিয়ারের জন্য সুপরিচিত। ২০০৭ সালে ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন। তার কোচিংয়েই ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের সঙ্গেও দীর্ঘ সময় কাজ করা এই ক্যারিবিয়ান কোচ ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন।
বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন গিবসন। তার তত্ত্বাবধানেই বাংলাদেশের পেসাররা পারফরম্যান্সের নতুন উচ্চতায় পৌঁছায়। এছাড়া ইংল্যান্ডের কাউন্টি দল ইয়র্কশায়ার ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার।
গিবসনের পাশাপাশি কলকাতার কোচিং স্টাফে যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (মেন্টর) এবং চন্দ্রকান্ত পণ্ডিতরা। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন আজিঙ্কা রাহানে। কলকাতা নাইট রাইডার্স নতুন মৌসুমে ২২ মার্চ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে।