ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

সাইবার হামলা প্রতিহত করল ইরান, হুমকি দিলেন বেনেট


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৮ জুন, ২০২২, ০৯:০৬ পিএম

সাইবার হামলা প্রতিহত করল ইরান, হুমকি দিলেন বেনেট

সাইবার হামলা প্রতিহত করল ইরান, হুমকি দিলেন বেনেট

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে প্রকাশ, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইরানকে হুঁশিয়ার দিয়ে বলেছেন, ‘যদি আপনি ইসরায়েলের সাথে ঝামেলা করেন তবে আপনাকে মূল্য দিতে হবে। ইসরায়েলের সাইবার যুদ্ধের ক্ষমতার ভবিষ্যত বর্ণনা করে বলেছেন এ যুদ্ধে কীবোর্ড দিয়ে ডজন ডজন কমান্ডো নিয়োগ দেওয়া হবে।

তেল আবিব ইউনিভার্সিটি সাইবার সপ্তাহে বক্তৃতা দিতে গিয়ে, বেনেট বলেন, ‘ যেমন পারমাণবিক প্রতিরোধ আছে, তেমনি সাইবার প্রতিরোধও রয়েছে। আমার দৃষ্টিভঙ্গি সাধারণত, এবং বিশেষ করে ইরানের সাথে - এবং আমরা তেহরানে সর্বনাশ ঘটাতে যাই না, এটি কখনও আমাদের নীতি ছিল না - তবে আমাদের নীতি হল আপনি যদি ইসরায়েলের সাথে ঝামেলা করেন তবে আপনাকে মূল্য দিতে হবে।

এদিকে ইরানের খুজেস্তান স্টিল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন ইব্রাহিমি বলেছেন, তার প্রতিষ্ঠান একটি বড় রকমের সাইবার হামলা প্রতিহত করেছে। সোমবার তিনি জানান, ইরানের কৌশলগত এই শিল্পখাত লক্ষ্য করে শত্রুরা সাইবার হামলা চালিয়েছিল। পারসটুডে

তিনি বলেন, কারখানাটি যেকোনোভাবেই হোক সাইবার হামলা নস্যাৎ করতে সক্ষম হয়েছে এবং উৎপাদন ক্ষেত্রে অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হতে পারে নি। তিনি বলেন, সাইবার হামলা সফল হলে সাপ্লাই চেইনে এবং গ্রাহকদের ওপর তার নেতিবাচক প্রভাব পড়ত। আমিন ইব্রাহিমি বলেন, সৌভাগ্যক্রমে সময়মতো এবং সচেতন থাকার ফলে সাইবার হামলা সফল হতে পারে নি।

ইরানের স্থানীয় টিভি চ্যানেল জামারান জানিয়েছে, যে সময় সাইবার হামলা হয় ঠিক সে সময় বিদ্যুৎ না থাকার কারণে স্টিল কারখানাটি বন্ধ ছিল। ফলে বড় ক্ষতি হতে পারে নি।

গতবছর ইরানের জ্বালানি বিতরণ ব্যবস্থাকে লক্ষ্য করে গ্যাস স্টেশনগুলোতে সাইবার হামলা চালানো হয়। ওই হামলার জন্য ইরানের কর্মকর্তারা আমেরিকা ও ইসরায়েলকে অভিযুক্ত করে আসছেন।