ঢাকা, বুধবার, মার্চ ১২, ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Logo
logo

চাহালের জীবনে নতুন অধ্যায়? রহস্যময় তরুণী নিয়ে তোলপাড় নেটদুনিয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম

চাহালের জীবনে নতুন অধ্যায়? রহস্যময় তরুণী নিয়ে তোলপাড় নেটদুনিয়া

 

ভারতের জনপ্রিয় স্পিনার যুজবেন্দ্র চাহাল এক মাস আগে স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদ করেছেন। তবে ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের পরও তিনি যেন বেশ আনন্দেই আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হাসিমুখে খেলা উপভোগ করতে দেখা যায় তাকে। কিন্তু সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তার পাশে থাকা এক রহস্যময় তরুণী, যিনি মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়েন।

খেলা দেখতে গিয়ে চাহালের সঙ্গে ওই তরুণীর উপস্থিতি ভাইরাল হতে সময় নেয়নি। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা আলোচনা, ট্রল, প্রশ্ন— কে এই সুন্দরী? বেশ কিছুদিন ধরেই চাহালের সঙ্গে আরজে মাহভাশের নাম জড়িয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে মাহভাশ আগে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এবার আর গুঞ্জন নয়, ক্যামেরার সামনেই ধরা দিলেন দু’জন।

ফাইনাল ম্যাচের পর মাহভাশ তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন, যেখানে চাহালের পাশেই বসে আছেন তিনি। ভিডিওতে তাদের হাসিমুখে কথোপকথন ধরা পড়ে। পোস্টের ক্যাপশনে মাহভাশ লেখেন, "বলেছিলাম না, জিতে ফিরব! ভারতীয় দলের জন্য শুভ শক্তি।"
কে এই মাহভাশ?

আরজে মাহভাশ ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে জন্মগ্রহণ করেছেন। তিনি একজন ইউটিউবার ও রেডিও জকি। প্রাঙ্ক ভিডিও ও শিক্ষাবিষয়ক কনটেন্ট তৈরি করেন তিনি। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং জামিয়া মিল্লিয়া ইসলামিয়া থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। রেডিও মিরচি ৯৮.৩ এফএম-এ কাজ করার পাশাপাশি তিনি রিয়েলিটি শো 'বিগ বস'-এর সঙ্গেও যুক্ত ছিলেন।
সম্পর্কের সূত্রপাত কীভাবে?

২০২৪ সালের ক্রিসমাস পার্টিতে প্রথমবার চাহাল ও মাহভাশকে একসঙ্গে দেখা যায়। তাদের বন্ধুত্বপূর্ণ ছবি ভাইরাল হওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়। তবে সে সময় মাহভাশ বলেছিলেন, "সবই মিথ্যা, ভিত্তিহীন কথা।" কিন্তু সময়ের সঙ্গে পাল্টেছে পরিস্থিতি। এবার আর লুকোচুরি নয়, প্রকাশ্যেই একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা।

এখন দেখার বিষয়, চাহাল কি নতুন জীবনের পথে এগোচ্ছেন? নাকি এটি শুধুই বন্ধুত্ব!