এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম
এস্তেঘলাল এফসির বিপক্ষে প্রথম লেগে হোঁচট খেলেও দ্বিতীয় লেগে দারুণভাবে ফিরে এসেছে আল নাসর। দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলের ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে রোনালদোর দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আল নাসর, যার ফল আসে নবম মিনিটেই। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন নতুন তারকা জন ডুরান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এটি তার প্রথম গোল।
রোনালদোর গোলের নতুন রেকর্ড
ম্যাচের ২৭তম মিনিটে পেনাল্টি পায় আল নাসর, আর সেই সুযোগ হাতছাড়া করেননি ক্রিস্টিয়ানো রোনালদো। নিখুঁত শটে বল জালে জড়িয়ে নিজের ক্যারিয়ারের ৯২৭তম গোল পূর্ণ করেন সিআরসেভেন। ৩০ বছরের পর তার গোলসংখ্যা দাঁড়াল ৪৬৪-এ! রোনালদোর এই গোলের পর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় আল নাসর।
১০ জনের এস্তেঘলালের কফিনে শেষ পেরেক
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় এস্তেঘলাল, যা তাদের পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না আল নাসর। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে আল নাসরের হয়ে আরও একবার স্কোরশিটে নাম লেখান জন ডুরান। এঞ্জেলোর নিখুঁত পাস থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন এই কলম্বিয়ান তরুণ, নিশ্চিত করেন দলের জয়।
রোনালদোর নেতৃত্বে এই দুর্দান্ত জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ধাপে আরও আত্মবিশ্বাসী হয়ে এগোচ্ছে আল নাসর।