ঢাকা, বুধবার, মার্চ ১২, ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Logo
logo

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হার, রানার্স-আপ ইরান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হার, রানার্স-আপ ইরান

 

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ফাইনালে দুর্দান্ত লড়াই করেও ভারতের বিপক্ষে ৩২-২৫ ব্যবধানে হেরে রানার্স-আপ হয়েছে ইরান। শনিবার অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর এই ফাইনালে ভারত শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে আরও একটি শিরোপা নিজেদের করে নেয়।

ভারতের আধিপত্য, ইরানের লড়াই

৬ থেকে ৮ মার্চ অনুষ্ঠিত ষষ্ঠ আসরের ফাইনালে শুরুর দিক থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ভারত। তবে ইরানও সহজে ছেড়ে দেওয়ার পক্ষে ছিল না। পুরো ম্যাচজুড়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখালেও শেষ পর্যন্ত ভারতের অভিজ্ঞতার কাছে হার মানতে হয় ইরানকে।

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারত আগের পাঁচটি আসরের মধ্যে চারটিতে চ্যাম্পিয়ন হয়েছিল। একমাত্র ব্যতিক্রম ছিল ২০১৬, যেখানে দক্ষিণ কোরিয়া ঘরের মাঠে শিরোপা জিতে নেয়।

ইরানের সফল আয়োজন, শক্তিশালী পারফরম্যান্স

তেহরান এবার দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করেছে। এর আগে ২০০৭ সালে প্রথমবার আয়োজক ছিল তারা। এবারের আসরে সাতটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

গ্রুপ বি-তে ইরানের সঙ্গে ছিল নেপাল ও ইরাক, আর গ্রুপ এ-তে খেলেছিল ভারত, থাইল্যান্ড, বাংলাদেশ ও মালয়েশিয়া। গ্রুপপর্ব শেষে সেমিফাইনালে ভারত নেপালকে ৫৬-১৮ গোলে উড়িয়ে দেয়, অন্যদিকে ইরান ৪১-১৮ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠে।

ফাইনালে ভারত তাদের অভিজ্ঞতা ও কৌশলের দাপট দেখিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাবাডিতে নিজেদের আধিপত্য বজায় রাখল। তবে ইরানের লড়াকু পারফরম্যান্স এই প্রতিযোগিতায় তাদের ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।