এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের কাছে গত রবিবার আকাশসীমায় উড়ন্ত একটি বেসামরিক প্লেনকে প্রতিহত করেছে মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান। এই ঘটনা একদিকে যেমন আকস্মিক, তেমনি ২০ জানুয়ারি ট্রাম্পের প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণের পর থেকে এই ধরনের ২০টি নিয়ম ভঙ্গের ঘটনা ঘটেছে।
নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড (NORAD) এক বিবৃতিতে জানায়, রবিবারের ঘটনায় যুদ্ধবিমান এফ-১৬ থেকে আগুনের হলকা নিক্ষেপ করা হয়, যাতে বেসামরিক প্লেনের চালক মনোযোগী হয়। ট্রাম্প তার ব্যক্তিগত মার-এ-লাগো ক্লাব থেকে গলফ কোর্সে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। দক্ষিণ ফ্লোরিডার আকাশসীমায় প্লেনটির অনধিকার প্রবেশের ফলে যুদ্ধবিমান দ্রুত পদক্ষেপ নেয়, তবে ট্রাম্পের নিরাপত্তা বা তার কর্মসূচির ওপর কোনো প্রভাব পড়েনি।
এনওআরএডি জানিয়েছে, ঘটনাস্থল থেকে আগুনের শিখাগুলো দেখা গেলেও সেগুলো দ্রুত নিভে যায় এবং কোনো ধরনের বিপদ সৃষ্টি করেনি। এছাড়া, ট্রাম্পের ক্লাবের আশপাশে বিমান চলাচলে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা রয়েছে, যা ৩০ নটিক্যাল মাইল ব্যাসার্ধ জুড়ে বিস্তৃত।
যদিও নিয়ম ভঙ্গের ঘটনা প্রায়শই ঘটে, ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর এই ধরনের অনুপ্রবেশের ঘটনা বেড়েছে। এনওআরএডি সতর্কতা জারি করে জানিয়েছে, বেসামরিক বিমানচালকদের উচিত উড়াল দেওয়ার আগে আকাশসীমায় কী ধরনের বিধিনিষেধ রয়েছে তা জানা। এনওআরএডি কমান্ডার জেনারেল গ্রেগরি গিলট বলেন, প্রেসিডেন্টের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এসব বিধিনিষেধ অনুসরণ করা অত্যন্ত জরুরি।