ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Logo
logo

বার্সেলোনা বেনফিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম

বার্সেলোনা বেনফিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে

 

বার্সেলোনা গতকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র ফিরতি লেগে বেনফিকাকে ৩-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। ম্যাচটি শুরু থেকেই উত্তেজনাপূর্ণ ছিল, তবে প্রথমার্ধে বেনফিকা কিছুটা প্রতিরোধ গড়লেও পরবর্তীতে বার্সেলোনার খেলায় ছিল স্পষ্ট আধিপত্য। দুই লেগের ম্যাচে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে তারা পরবর্তী পর্বে প্রবেশ করেছে।

বার্সেলোনা তাদের হোম গ্রাউন্ডে খেলা শুরু করে মাত্র ১১ মিনিটে। লামিন ইয়ামালের চমৎকার পাস থেকে রাফিনিয়া সহজেই গোলটি করে দলকে এগিয়ে নেয়। কিন্তু বেনফিকা খুব দ্রুতই সমতা ফেরায়, দুই মিনিটের মধ্যেই নিকোলাস ওটামেন্ডির গোলের মাধ্যমে স্কোর ১-১ হয়ে যায়। এরপর, ২৭ মিনিটে, ১৭ বছর ২৪১ দিন বয়সী ইয়ামাল এক দৃষ্টিনন্দন দূরপাল্লার শটে আবার বার্সেলোনাকে এগিয়ে নিয়ে যায়। ইয়ামাল এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্টের রেকর্ড গড়েন।

প্রথমার্ধের শেষ দিকে, রাফিনিয়া নিজের দ্বিতীয় গোলটি করেন, যা ছিল তার চলতি চ্যাম্পিয়ন্স লিগে ১১তম গোল। বিরতির পর, দু'দলের কোনো গোল না হওয়ার ফলে ৩-১ ব্যবধানে জয়লাভ করে বার্সেলোনা। পুরো ম্যাচে বল দখলে ৬৫ শতাংশ ছিল বার্সেলোনার, যারা শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চলে যায়।