এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম
ভারতের লোকসভায় উপস্থাপিত হলো কঠোর অভিবাসন ও বিদেশি বিল-২০২৫। কেন্দ্রীয় সরকারের উত্থাপিত এই বিলে জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করার পাশাপাশি অবৈধ অভিবাসন দমনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫ লাখ রুপি জরিমানা গুনতে হবে।
বিল অনুযায়ী, জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো বিদেশিকে ভারতের মাটিতে প্রবেশ বা অবস্থানের অনুমতি দেওয়া হবে না। ইমিগ্রেশন কর্মকর্তাদের দেওয়া হয়েছে বিশেষ ক্ষমতা—অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন তারা। এছাড়া, হাসপাতাল, নার্সিং হোম ও শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানরত বিদেশি নাগরিকদের তথ্য সরকারের কাছে জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন বিধানে আরও বলা হয়েছে, জাল কাগজপত্র ব্যবহার করলে দুই থেকে সাত বছরের কারাদণ্ড এবং এক থেকে ১০ লাখ রুপি জরিমানা দিতে হবে। এছাড়া, ভারতীয় ভিসার শর্ত লঙ্ঘন বা নির্ধারিত সময়ের বেশি অবস্থানের জন্য তিন বছরের কারাদণ্ড ও ৩ লাখ রুপি জরিমানার বিধান রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই বিল পাস হলে অভিবাসন ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকার আরও কঠোর অবস্থান নিচ্ছে বলেও মনে করা হচ্ছে। যদিও মানবাধিকার সংস্থাগুলো বিলের কিছু ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবে সরকার বলছে, এটি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় অত্যন্ত জরুরি।