ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভারতের শুল্কনীতি নিয়ে চটেছে আমেরিকা! ১৫০% কর ইস্যুতে হোয়াইট হাউসের ক্ষোভ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম

ভারতের শুল্কনীতি নিয়ে চটেছে আমেরিকা! ১৫০% কর ইস্যুতে হোয়াইট হাউসের ক্ষোভ

 

ভারতের কঠোর শুল্কনীতির বিরুদ্ধে আবারও সরব হয়েছে মার্কিন প্রশাসন। বিশেষ করে, মার্কিন মদের ওপর ১৫০ শতাংশ কর আরোপের বিষয়টি নিয়ে হোয়াইট হাউসে চরম অসন্তোষ তৈরি হয়েছে। মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লিভিট সরাসরি অভিযোগ করে বলেন, ভারতের বাজারে প্রবেশ করতে গিয়ে হিমশিম খাচ্ছে মার্কিন সংস্থাগুলো। শুধু মদ নয়, ভারতের কৃষিজ পণ্যের ওপরও ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য বড় বাধা।

মঙ্গলবার (স্থানীয় সময়) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ক্যারোলিন বলেন, "ভারত, কানাডা এবং জাপান—এই তিনটি দেশই মার্কিন পণ্যের ওপর অস্বাভাবিক হারে শুল্ক বসিয়ে রেখেছে। ভারত আমেরিকার মদে ১৫০ শতাংশ কর নেয়! এটা কি ন্যায্য? মার্কিন কৃষিজ পণ্যের ওপরও ভারত উচ্চ শুল্ক ধার্য করেছে, যা আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকর।"

শুধু ভারত নয়, কানাডার ওপরও ক্ষোভ ঝেড়েছেন তিনি। তার দাবি, "কানাডা বছরের পর বছর ধরে আমেরিকান অর্থনীতিকে শোষণ করছে। তাদের দুগ্ধজাত পণ্যের ওপর ৩০০ শতাংশ শুল্ক গ্রহণযোগ্য নয়।" একইভাবে, জাপানের চাল আমদানির ওপর ৭০০ শতাংশ কর আরোপের বিষয়টিও নিয়ে প্রশ্ন তুলেছেন ক্যারোলিন।

প্রেসিডেন্ট ট্রাম্প আগেও ভারতকে সতর্ক করে বলেছেন, "আমেরিকার কাছ থেকে ভারত বেশি কর নেয়!" তাই, নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। ইতোমধ্যে চীনের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পাশাপাশি, কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপরও শুল্ক বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বিশ্ব বাণিজ্যে এ নতুন শুল্কনীতি কী প্রভাব ফেলবে, তা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।