ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

বিএসএফের হাতে এক বছরে ২৬০১ বাংলাদেশি গ্রেপ্তার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০৬:০৩ পিএম

বিএসএফের হাতে এক বছরে ২৬০১ বাংলাদেশি গ্রেপ্তার

 

২০২৪ সালে ভারতের সীমান্তে বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) মোট ২৬০১ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় সম্প্রতি সংসদে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০২৪ সালের অক্টোবরে ৩৩১ জন এবং নভেম্বরেও একই সংখ্যক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া, জানুয়ারিতে ১৩৮, ফেব্রুয়ারিতে ১২৪, মার্চে ১১৮, এপ্রিলে ৯১, মে মাসে ৩২, জুনে ২৪৭, জুলাইয়ে ২৬৭, আগস্টে ২১৪, সেপ্টেম্বরের ৩০০ এবং ডিসেম্বরে ২৫৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিএসএফ।

বিএসএফের গ্রেপ্তারের পরিসংখ্যান অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালী করা হয়েছে। উন্নত নজরদারি, বর্ধিত জনবল এবং প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে ভারত সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করেছে। এ ব্যাপারে আসামের ধুবড়ি অঞ্চলে নতুন নজরদারি সরঞ্জাম যেমন থার্মাল ইমেজার, নাইট ভিশন ডিভাইস, মনুষ্যবিহীন আকাশযান, সিসিটিভি ক্যামেরা, ইনফ্রারেড সেন্সর ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থার ব্যবহার চালু করা হয়েছে।

এছাড়া, ভারত ও বাংলাদেশ সীমান্তে স্থানীয় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের যৌথ টহল, ব্যারিকেড, পর্যবেক্ষণ পোস্ট এবং যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই উদ্যোগগুলো সীমান্তের নিরাপত্তা আরও নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে, যাতে অনুপ্রবেশ এবং অবৈধ কার্যক্রম সীমান্তে কমিয়ে আনা যায়।