ঢাকা, রবিবার, মার্চ ১৬, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

খাদ্য সহায়তা কমানোয় বিশ্বজুড়ে দুর্ভিক্ষের আশঙ্কা, বিশেষজ্ঞদের সতর্কবার্তা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম

খাদ্য সহায়তা কমানোয় বিশ্বজুড়ে দুর্ভিক্ষের আশঙ্কা, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

 

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ খাদ্য সহায়তা কমানোর ফলে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ ভয়াবহ অনাহারের মুখে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, তহবিল সংকটের কারণে খাদ্য নিরাপত্তাহীনতা বেড়ে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইউএসএআইডির ৮৩টি তহবিল বন্ধ হওয়ার পর থেকেই বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বিপাকে পড়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, তহবিল সংকটে সোমালিয়ায় খাদ্য সহায়তা কমানো হয়েছে। এপ্রিল থেকে দেশটিতে প্রায় ৪৪ লাখ মানুষ অপুষ্টির শিকার হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

বাংলাদেশেও রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের খাদ্য বরাদ্দ কমানো হয়েছে, যার ফলে শরণার্থীদের মধ্যে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। কেনিয়ায় একই পরিস্থিতিতে রেশন কমার ফলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিশ্বজুড়ে দুর্ভিক্ষের আশঙ্কা আরও প্রকট হয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর ফলে বৈদেশিক সহায়তা ৬ বিলিয়ন পাউন্ড কমে যাওয়ার কারণে। এতে শুধু খাদ্য নয়, চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানায়, ২০২৩ সালে বিশ্বব্যাপী ২৮ কোটির বেশি মানুষ তীব্র খাদ্যসংকটে ভুগেছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র সহায়তা কমানোর ঘোষণা দেওয়ার পর এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য উৎপাদনে কোনো ঘাটতি নেই, বরং এটি রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক বৈষম্যের ফল।

খাদ্য সহায়তা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে স্থানীয় পর্যায়ে কৃষি উন্নয়নে বিনিয়োগ করাই একমাত্র পথ। তা না হলে মানবসৃষ্ট দুর্ভিক্ষ বিশ্বজুড়ে আরও ভয়াবহ রূপ নিতে পারে।