ঢাকা, রবিবার, মার্চ ১৬, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশিয়া-চীনের শক্তিশালী সমর্থন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম

ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশিয়া-চীনের শক্তিশালী সমর্থন

 

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চীন ও রাশিয়ার সমর্থন আরও জোরালো হয়েছে। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তেহরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এই দুই পরাশক্তি।

মার্কিন নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও, ইরান তার পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়া ও চীনের কূটনৈতিক সমর্থন তেহরানের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ। বৈঠক শেষে রাশিয়া ও চীন এক যৌথ বিবৃতিতে জানায়, "আলোচনা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই সমাধান আসা উচিত, নিষেধাজ্ঞা কোনো সমাধান নয়।"

২০১৫ সালে ইরান একটি ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষর করেছিল চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। চুক্তির শর্ত অনুযায়ী, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নিয়ে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এরপর থেকেই ইরানও ধীরে ধীরে চুক্তি মানা থেকে সরে আসে।

চীন ও রাশিয়া বলেছে, "ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। তাই তাদের পরমাণু শক্তির বৈধ ব্যবহারের অধিকারকে সম্মান জানানো উচিত।"

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওক্সু বলেন, "আমরা সব ধরনের বেআইনি ও একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে। আন্তর্জাতিক আলোচনার পথ খোলা থাকা দরকার।"

এদিকে, হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প ইরানকে আলোচনার আহ্বান জানিয়ে হুঁশিয়ার করেছেন, "যদি তেহরান না আসে, তাহলে সামরিক পদক্ষেপ বিবেচনায় নেওয়া হতে পারে।"

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিষেধাজ্ঞা বহাল থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না। তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, "ইরান হুমকির মুখে নত হবে না, যা খুশি তাই করুন!"