ঢাকা, রবিবার, মার্চ ১৬, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ৪৩টি দেশ!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম

ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ৪৩টি দেশ!

 

বিশ্বের ৪৩টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর কড়া বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নিষেধাজ্ঞা আগের চেয়েও কঠোর হতে পারে।

রয়টার্স জানিয়েছে, এই নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে ৪১টি দেশ, তবে নিউইয়র্ক টাইমসের তথ্যমতে এই সংখ্যা ৪৩। দেশগুলোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা, নতুন ভিসা বন্ধ এবং সতর্কতামূলক সময়সীমার মতো ব্যবস্থা নেওয়া হবে।

আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা ও উত্তর কোরিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হতে পারে। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, এই তালিকায় ভুটান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ভেনিজুয়েলা ও ইয়েমেনের নামও থাকতে পারে।

আংশিক নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার ও দক্ষিণ সুদান। এই দেশগুলোর নাগরিকদের ভ্রমণ ও শিক্ষার্থী ভিসার ওপর কড়াকড়ি আরোপ করা হবে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বেলারুশ, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন ও তুর্কমিনিস্তানকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে।

এছাড়া ২২ থেকে ২৬টি দেশকে ৬০ দিনের সময়সীমা দেওয়া হবে তাদের ভিসা যাচাই প্রক্রিয়ার ঘাটতি দূর করতে। নির্ধারিত সময়ে পরিবর্তন না হলে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই তালিকা পরিবর্তিত হতে পারে এবং এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। তবে ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে আরও কঠোর হতে চলেছে।

ট্রাম্প ২০১৭ সালে সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন, যা পরে সুপ্রিম কোর্ট অনুমোদন করে। দ্বিতীয় মেয়াদে তিনি অভিবাসন নীতিতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।