এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার একবার আবারই ইনজুরির শিকার হয়ে মাঠের বাইরে চলে গেলেন। গত ৬ মার্চ ব্রাজিল জাতীয় দলের জন্য আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়। দীর্ঘ ১৬ মাস পর নেইমারকে আবার দলে জায়গা দেয়া হয়। ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো তিনি জাতীয় দলে ডাক পান। ২০২১ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঁটুতে মারাত্মক চোট পাওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে অস্ত্রোপচার এবং পুনর্বাসন শেষে ফের মাঠে ফেরার পরও চোট যেন তার পিছু ছাড়ছে না।
নেইমারকে ফের জাতীয় দলে ডাক পাওয়া একটি বড় খবর হলেও তার পুনরায় ইনজুরিতে পড়া ব্রাজিলের জন্য বড় এক দুঃসংবাদ হয়ে এসেছে। গত ১০ মার্চ পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সান্তোসের বিপক্ষে ২-১ গোলে হারলেও নেইমার মাঠে ছিলেন না। তখনই তার উরুর ইনজুরির খবর পাওয়া যায়, যদিও প্রথমে সেটি তেমন গুরুতর মনে হয়নি। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র আশা করেছিলেন কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে তিনি খেলবেন, কিন্তু ১৫ মার্চ জানানো হয়, নেইমারের ইনজুরি গুরুতর হওয়ায় তাকে দলে রাখা হচ্ছে না।
এছাড়া, নেইমারের সঙ্গে দানিলো ও এডারসনও দলের বাইরে চলে গেছেন ইনজুরির কারণে। তাদের পরিবর্তে সান্দ্রো, এন্দরিক এবং লুকাস পেরিকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রাজিলের জাতীয় দল এখন নতুন চ্যালেঞ্জের মুখে, কিন্তু তারা আশা করছে, ইনজুরি থেকে সেরে উঠতে নেইমারের পরবর্তী সময়ে মাঠে আবার ফিরবেন।