এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম
এক শতাব্দীরও বেশি সময় পর আবারও অলিম্পিকে জায়গা করে নিয়েছে ক্রিকেট, আর এই ঐতিহাসিক ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় তারকা বিশ্বাস করেন, তার উত্তরসূরিরা অলিম্পিকে স্বর্ণ জয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে।
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে পুরুষ ও মহিলা উভয় বিভাগে ছয়টি দল অংশ নেবে। ১৯০০ সালের পর প্রথমবার ক্রিকেট অলিম্পিকে ফিরতে যাচ্ছে, যা বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর।
আইসিসি এবং ক্রিকেট বোর্ডগুলোর দীর্ঘদিনের প্রচেষ্টার পর ২০২৩ সালের অক্টোবরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। বিশ্বব্যাপী প্রায় ২৫০ কোটি সমর্থকের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইপিএলের প্রস্তুতি নিতে ব্যস্ত কোহলি এই বিষয়ে বলেন, "যখন শুনলাম ক্রিকেট অলিম্পিকে ফিরছে, আমি ভীষণ আনন্দিত হয়েছিলাম। টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা, আইপিএল এবং অন্যান্য লিগগুলো এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে।"
৩৬ বছর বয়সী কোহলি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, ফলে অলিম্পিকে খেলার সম্ভাবনা নেই। তবে মজা করে তিনি বলেন, "যদি স্বর্ণপদকের জন্য খেলি, তাহলে হয়তো একটা ম্যাচ খেলেই মেডেল নিয়ে চলে আসব!"
ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখন আশাবাদী, ২০২৮ সালে ক্রিকেট অলিম্পিকে জায়গা করে নেওয়ার পর ভারত স্বর্ণ জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে!