ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১
Logo
logo

ম্যানচেস্টার সিটির সামনে এখন নয়টি ‘ফাইনাল’, চ্যাম্পিয়নস লিগে জায়গা নিয়ে শঙ্কায় গার্দিওলা!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম

ম্যানচেস্টার সিটির সামনে এখন নয়টি ‘ফাইনাল’, চ্যাম্পিয়নস লিগে জায়গা নিয়ে শঙ্কায় গার্দিওলা!

 

ম্যানচেস্টার সিটি টানা চারটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের ইতিহাস গড়েছিল, কিন্তু এবারের মৌসুমে তাদের অবস্থান বেশ অনিশ্চিত। শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ার পাশাপাশি, আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়াও এখন অনিশ্চিত হয়ে উঠেছে। দলকে পুনরুজ্জীবিত করতে কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, সামনে থাকা নয়টি ম্যাচই তাদের জন্য ফাইনালের মতো গুরুত্বপূর্ণ।

শনিবার ব্রাইটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়েছে সিটি। সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জয় পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। ২৯ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে তারা এখন পঞ্চম স্থানে রয়েছে, যেখানে চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে শীর্ষ চারে থাকা জরুরি।

গার্দিওলা ম্যাচ শেষে বলেন, "আমাদের সামনে এখন নয়টি ম্যাচ, নয়টি ফাইনাল। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি, তবে কাজটা যে সহজ হবে না, তা ভালোভাবেই জানি।"

এদিকে, সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড প্রিমিয়ার লিগে নতুন মাইলফলক গড়েছেন। তিনি মাত্র ৯৪ ম্যাচে ১০০টি গোলের (গোল ও অ্যাসিস্ট) অবদান রেখেছেন, যা আগের রেকর্ডধারী অ্যালান শিয়ারারের চেয়ে ছয় ম্যাচ কম।

তবে এই মৌসুমে সিটির রক্ষণভাগ ছিল বেশ দুর্বল। গার্দিওলার অধীনে এক মৌসুমে সর্বোচ্চ ৪০টি গোল হজমের অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েছে দলটি। এখন দেখার বিষয়, তারা শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করতে পারে কিনা!