এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম
ইংল্যান্ডের লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত নাম। কিছুদিন আগেই নিশ্চিত হয়েছে যে, তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলবেন। এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। লাল-সবুজের জার্সিতে খেলার জন্য তিনি আজই দেশে আসছেন!
সিলেটে হামজার আগমন
সোমবার (১৭ মার্চ) সকালে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছানোর কথা এই প্রতিভাবান ডিফেন্সিভ মিডফিল্ডারের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সামাজিক যোগাযোগমাধ্যমে হামজার বিমানে বসা একটি ছবি শেয়ার করেছে। ক্যাপশনে লেখা, "বেঙ্গল টাইগার ঘরে ফিরছেন!"
পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে
হামজার সঙ্গে আসছেন তার মা, স্ত্রী ও সন্তান। সিলেটে পৌঁছানোর পর সরাসরি তিনি যাবেন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে, যেখানে বিকেলে তাকে সংবর্ধনা দেওয়া হবে। তার আগমনে গ্রামবাসীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
ভারতের বিপক্ষে মাঠে নামার অপেক্ষা
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচেই লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে পারে হামজার! কোটি ফুটবল ভক্ত এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন এই তারকাকে মাঠে দেখার জন্য।
বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ বদলে দেওয়ার আশা নিয়ে আসছেন হামজা চৌধুরী। এবার দেখার পালা, তিনি মাঠে নেমে কতটা আলো ছড়ান!