এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম
অবশেষে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে বাংলাদেশে পৌঁছেছেন ইংলিশ লিগ তারকা হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (১৭ মার্চ) স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বাংলাদেশের ফুটবলে নতুন অধ্যায়ের শুরু
হামজার মা বাংলাদেশি, বাবা গ্রানাডিয়ান। গত বছরের আগস্টে তিনি বাংলাদেশি পাসপোর্ট পান এবং ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় দলে খেলার আনুষ্ঠানিক ছাড়পত্র লাভ করেন। এরপর থেকেই ভক্তরা তার অভিষেকের অপেক্ষায় ছিলেন, যা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
এশিয়ান কাপে অভিষেক, তৈরি হচ্ছে নতুন রেকর্ড!
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠে নামার কথা হামজার। এটি হলে, তিনি প্রথম ইংলিশ লিগ খেলোয়াড় হিসেবে দক্ষিণ এশিয়ার ফুটবলে অংশগ্রহণের রেকর্ড গড়বেন।
ইংলিশ ফুটবলে উজ্জ্বল ক্যারিয়ার
হামজা চৌধুরী ২০১৫ সালে লেস্টার সিটির হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে তিনি ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে, তবে গুঞ্জন রয়েছে, শিগগিরই ক্লাবটির সঙ্গে স্থায়ী চুক্তি করবেন।
বাংলাদেশের ফুটবলে নতুন স্বপ্নের দুয়ার খুলতে চলেছেন এই ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার। এখন দেখার পালা, বাংলাদেশের জার্সিতে কেমন ঝলক দেখান তিনি!