ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১
Logo
logo

ধোনির স্বীকারোক্তি: "সেদিন আমি বড় ভুল করেছিলাম!"


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম

ধোনির স্বীকারোক্তি: "সেদিন আমি বড় ভুল করেছিলাম!"

 

ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বরাবরই তার ঠান্ডা মাথার জন্য পরিচিত। তবে তিনিও সবসময় আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন না। ছয় বছর আগের এক আইপিএল ম্যাচের ঘটনা মনে করে ধোনি নিজেই স্বীকার করলেন—সেদিন তিনি বড় ভুল করেছিলেন!
কী ঘটেছিল সেই ম্যাচে?

২০১৯ সালের আইপিএলে রাজস্থান রয়েলসের বিপক্ষে ম্যাচে বিতর্কিত এক সিদ্ধান্তে মেজাজ হারান ধোনি। ম্যাচের শেষ ওভারে বেন স্টোকসের একটি স্লোয়ার ডেলিভারি কোমরের ওপর দিয়ে ফুল টস হয়ে যায়। নন-স্ট্রাইকিং প্রান্তের আম্পায়ার ‘নো বল’ ঘোষণা করলেও, স্কয়ার লেগ আম্পায়ার সেই সিদ্ধান্ত বাতিল করেন। এতে ক্ষুব্ধ হয়ে ধোনি ডাগআউট ছেড়ে মাঠে নেমে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন!

সেই ওভারে জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল ১৮ রান। ধোনি ৫৮ রান করে আউট হয়ে যান, আর শেষ তিন বলে দরকার ছিল ৮ রান। বিতর্কিত ‘নো বল’ সিদ্ধান্তের কারণে চেন্নাই শিবিরে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, তবে শেষ পর্যন্ত মিচেল স্যান্টনারের ছক্কায় জয় নিশ্চিত হয় চেন্নাইয়ের।
ধোনির আক্ষেপ!

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থাপিকা মান্দিরা বেদির সঙ্গে আলাপকালে ধোনি স্বীকার করেন, সেদিন মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে তর্ক করা ছিল ভুল। ধোনির ভাষায়—

"আমার মেজাজ হারানোর ঘটনা অনেকবার ঘটেছে। তবে ওই ম্যাচে আমি মাঠে নেমে গিয়েছিলাম, যা খুবই বড় ভুল ছিল। এমন আরও কিছু মুহূর্ত আছে, যেখানে আমি আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি।"

ধোনি সবসময় মাঠে শৃঙ্খলা মেনে চলার জন্য পরিচিত হলেও, এই ঘটনার ব্যতিক্রম এখনও তার মনে দাগ কেটে আছে!