ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১
Logo
logo

লা লিগার হুমকিতে আনচেলত্তির ক্ষোভ, তেবাসের পাল্টা খোঁচা!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম

লা লিগার হুমকিতে আনচেলত্তির ক্ষোভ, তেবাসের পাল্টা খোঁচা!

 

 রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন লা লিগার সূচি নিয়ে। চ্যাম্পিয়নস লিগের কঠিন ম্যাচের মাত্র ৬৭ ঘণ্টার মাথায় মাঠে নামতে হওয়ায় ক্লান্ত রদ্রিগো-এমবাপ্পেদের পারফরম্যান্সে প্রভাব পড়েছে। তাই ৭২ ঘণ্টার বিশ্রাম না পেলে ভবিষ্যতে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছেন রিয়াল কোচ।

কিন্তু আনচেলত্তির এই হুঁশিয়ারিকে একদমই পাত্তা দেননি লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। উল্টো তিনি পাল্টা খোঁচা দিয়েছেন রিয়াল কোচকে!
লা লিগার যুক্তি কী?

তেবাসের দাবি, রিয়াল মাদ্রিদের জনসংযোগ প্রধান এমিলিও বুত্রাগেনোই লেগানেসের বিপক্ষে ম্যাচের সময় পরিবর্তনের অনুরোধ করেছিলেন। লা লিগা মূলত ২৯ মার্চ বিকেল ৪টা ১৫ মিনিটে ম্যাচটি রাখতে চেয়েছিল, যাতে ১ এপ্রিল কোপা দেল রে সেমিফাইনালের আগে পর্যাপ্ত বিশ্রাম পায় রিয়াল। কিন্তু বুত্রাগেনো অনুরোধ করেন রাত ৯টায় করার জন্য।

এই প্রসঙ্গে নিজের ভেরিফায়েড এক্স (টুইটার) অ্যাকাউন্টে ব্যঙ্গাত্মক পোস্টে তেবাস লেখেন—
"কার্লো, নিশ্চয়ই তোমার জানা আছে, লা লিগা তোমাদের সুবিধার্থেই ম্যাচটি বিকেলে রেখেছিল। কিন্তু বুত্রাগেনো রাত ৯টার জন্য অনুরোধ করেছেন—তোমার অনুমতি নিয়েই, তাই তো?"
রিয়ালের ক্ষোভ কেন?

চ্যাম্পিয়নস লিগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১২০ মিনিটের লড়াইয়ের পর মাত্র ৬৭ ঘণ্টার ব্যবধানে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ফলে দলটির পারফরম্যান্সে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ আনচেলত্তি বলেন—
"আমরা ৭২ ঘণ্টার আগে ম্যাচ খেলেছি। লা লিগাকে দুইবার সময় পরিবর্তনের অনুরোধ করেছিলাম, কিন্তু তারা কিছুই করেনি। তবে এবারই শেষ!"

রিয়াল বনাম লা লিগার এই টানটান উত্তেজনার শেষ কোথায়? এখন সেটাই দেখার বিষয়!