এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম
আইপিএল ২০২৫ মাঠে গড়ানোর আগেই বড় দুঃসংবাদ পেলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গতিতারকা উমরান মালিক পুরো আসর থেকেই ছিটকে গেছেন চোটের কারণে। তবে তার বদলে স্কোয়াডে জায়গা পেয়েছেন চেতন সাকারিয়া।
উমরানের দুঃস্বপ্নের অধ্যায়
২০২২ আইপিএলে ১৫০ কিমি গতির বোলিংয়ে ঝড় তোলা উমরান মালিক এক সময় ভারতের ভবিষ্যৎ স্পিডস্টার বলে বিবেচিত হচ্ছিলেন। কিন্তু ধারাবাহিকতার অভাবে ২০২৩ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয় মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পান। সেই ম্যাচে এক ওভারে ১৫ রান খরচ করার পর বলই হাতে পাননি। পরে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি তাকে ছেড়ে দেয়।
কেকেআরের স্বপ্ন ভাঙল উমরানের চোটে
এবারের মেগা নিলামে কেকেআর ৭৫ লাখ রুপিতে দলে নেয় উমরানকে। দল পাওয়ার পর তিনি বলেছিলেন—
"কেকেআরের জার্সি গায়ে চাপানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। ওরা গতবারের চ্যাম্পিয়ন, এবারও ট্রফি জিততে চাই!"
কিন্তু সে স্বপ্ন এখন ভেঙে চুরমার। রঞ্জি ট্রফির আগেই গোড়ালির চোট পান উমরান। এরপর ডেঙ্গু আক্রান্ত হন, যার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। চোট পুরোপুরি সেরে না ওঠায় আইপিএলের পুরো মৌসুম থেকেই ছিটকে গেলেন।
সুযোগ পেলেন চেতন সাকারিয়া
কেকেআরের এক বিবৃতিতে জানানো হয়েছে, উমরানের বদলে চেতন সাকারিয়াকে দলে নেওয়া হয়েছে। গত মৌসুমে কেকেআরের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি সাকারিয়া। এবার দেখা যাক, তিনি একাদশে জায়গা পান কি না!