এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম
পাকিস্তান ক্রিকেট দলের ধারাবাহিক ব্যর্থতায় দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। একের পর এক পরাজয়ে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের কঠোর সমালোচনা করছেন ওয়াসিম আকরাম ও শোয়েব আখতারের মতো কিংবদন্তিরা। তবে সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক ব্যর্থতার দায় চাপাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর।
পিসিবির ভুল সিদ্ধান্তে আরও বড় ধস নামবে!
ইনজামামের মতে, সঠিক পরিকল্পনা ছাড়া পাকিস্তান ক্রিকেট আরও নিচে নামবে। তিনি বলেন—
"গত দুই বছর ধরে পারফরম্যান্স ক্রমশ খারাপ হচ্ছে। যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে এই ধস চলতেই থাকবে।"
প্রতিনিয়ত পরিবর্তনে লাভ নয়, ক্ষতি
পাকিস্তানে বারবার কোচ ও ম্যানেজমেন্ট পরিবর্তনের প্রবণতা রয়েছে। তবে এটি কোনো সমাধান নয় বলে মনে করেন ইনজামাম।
তিনি বলেন—
"ধারাবাহিকভাবে কোচ, ম্যানেজমেন্ট কিংবা খেলোয়াড় বদল করলেই কি সমস্যার সমাধান হবে? বরং এতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস নষ্ট হয়। নিজেদের ভুলগুলো চিহ্নিত করাই আসল কাজ।"
বাবর আজমের ওপর আস্থা রাখতে হবে
সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাবর আজমকে বাদ দেওয়ার দাবি উঠেছে। তবে ইনজামাম মনে করেন, এটি ভুল সিদ্ধান্ত হবে।
"বাবর আজম পাকিস্তানের সেরা ব্যাটার। প্রত্যেক ক্রিকেটারের খারাপ সময় আসে। কয়েক মাস ধরে সে ছন্দে নেই, কিন্তু তার প্রতি আস্থা রাখতে হবে। খেলোয়াড় ও ম্যানেজমেন্ট একসঙ্গে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব,"— বলেন ইনজামাম।
সমাধান কী?
পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিতে পিসিবিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সঠিক সিদ্ধান্ত নিতে হবে। নাহলে দলের পতন ঠেকানো যাবে না বলে সতর্ক করেছেন ইনজামাম-উল-হক।