ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১
Logo
logo

চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে বিপুল লোকসান, অর্থসংকটে পিসিবি!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম

চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে বিপুল লোকসান, অর্থসংকটে পিসিবি!

 

স্পোর্টস ডেস্ক: ২৯ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজন করে বিশাল আর্থিক সংকটে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে গিয়ে ৯৩ মিলিয়ন মার্কিন ডলার খরচ করলেও আয় হয়েছে মাত্র ৬ মিলিয়ন ডলার! যার ফলে দেশটির ঘরোয়া ক্রিকেটেও পড়েছে বড় প্রভাব। কমিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটারদের ম্যাচ ফি, হোটেল খরচেও কাটছাঁট করেছে বোর্ড।
দুই গুণ বাজেট, তবুও লাভ তো দূরের কথা!

চ্যাম্পিয়নস ট্রফির আগে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির স্টেডিয়াম সংস্কারে ১৮ বিলিয়ন পাকিস্তানি রুপি খরচ করে পিসিবি। পাশাপাশি প্রস্তুতির জন্য আরও ৪০ মিলিয়ন ডলার ব্যয় করা হয়। বাজেটের দ্বিগুণ খরচ করেও প্রত্যাশিত রাজস্ব আসেনি বোর্ডের ঘরে।
হাইব্রিড মডেলে আয়োজন, মাঠ ফাঁকা, স্পনসরও মুখ ফিরিয়েছে!

প্রথমে পাকিস্তানে পুরো টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু ভারত খেলতে রাজি না হওয়ায়, নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নিতে হয়। পাকিস্তানে মাত্র ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়, যার মধ্যে ৩টি বৃষ্টিতে পরিত্যক্ত। তাতে দর্শকের আগ্রহ কমে যায়, ফলে টিকিট বিক্রিও তলানিতে নামে।

ভারত ফাইনালে ওঠায় ১৫ ম্যাচের ৫টিই দুবাইতে হয়, যেখানে ভরপুর দর্শক ছিল। কিন্তু পাকিস্তানে দর্শকসংখ্যা কম থাকায় স্পনসররাও আগ্রহ হারায়, যা আয় কমার অন্যতম কারণ।
৯৩ মিলিয়ন খরচ, মাত্র ৬ মিলিয়ন আয়, বড় ধাক্কা পাকিস্তান ক্রিকেটে

মাত্র একটি হোম ম্যাচের জন্য এত বিশাল অঙ্কের খরচ! কিন্তু আয় হয়েছে মাত্র ৬ মিলিয়ন মার্কিন ডলার, ফলে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৫ শতাংশ।

এই লোকসানের কারণে পিসিবি ক্রিকেটারদের ম্যাচ ফি ৭৫% কমিয়ে দিয়েছে। আগে যেখানে জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ক্রিকেটাররা ম্যাচপ্রতি ৪০ হাজার টাকা পেতেন, এখন তা কমিয়ে করা হয়েছে ১০ হাজার।

বোর্ডের আর্থিক সংকটের ফলে বিলাসবহুল হোটেলের বদলে সাধারণ মানের হোটেল ভাড়া নেওয়া হয়েছে। যদিও বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তান ক্রিকেটের জন্য এটি বড় এক সংকেত। যদি পিসিবি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যতে আরও বড় আর্থিক দুর্দশায় পড়তে পারে পাকিস্তান ক্রিকেট