ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১
Logo
logo

গাজায় ফের ইসরাইলি হামলা, এক রাতেই নিহত ২০০


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম

গাজায় ফের ইসরাইলি হামলা, এক রাতেই নিহত ২০০

 

 ইসরাইল যুদ্ধবিরতি ভেঙে গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে। মঙ্গলবার ভোরে গাজার বিভিন্ন এলাকায় চালানো বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ২০০ জন, আহত আরও বহু।
গাজাজুড়ে তাণ্ডব, শিশুরাও নিহত

উত্তর গাজার গাজা সিটি, দেইর আল-বালাহ, খান ইউনিস ও রাফাহতে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ভোরের বিমান হামলাগুলোই ২০০ জনের বেশি প্রাণ কেড়ে নিয়েছে।
ইসরাইলের হুঁশিয়ারি, হামাসের প্রতিক্রিয়া

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামাসের সামরিক অবস্থান ও অবকাঠামোতে আঘাত হেনেছে এবং যতদিন প্রয়োজন, হামলা চালিয়ে যাবে।

অন্যদিকে হামাস অভিযোগ করেছে, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। গাজায় অন্তত ৫৯ জন পণবন্দীর জীবন এখন অনিশ্চিত।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শের পর হামলা!

হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরাইল হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় দাবি করেছে, হামাস পণবন্দী মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করায় তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

গাজার আকাশে বিস্ফোরণের ধ্বনি, ধ্বংসস্তূপ আর কান্নার শব্দে প্রকম্পিত হচ্ছে পুরো শহর। যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সহিংসতা শুরুর ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।