এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে সরাসরি কোনো উত্তর দেননি নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বিষয়টি কূটনৈতিক আলোচনার বিষয় বলে উল্লেখ করে আগাম মন্তব্য করতে অস্বীকৃতি জানান। সোমবারের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্যামি ব্রুস এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সাংবাদিক প্রশ্ন করেছিলেন, নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। নবীন প্রশাসন ক্ষমতায় আসার পর, পররাষ্ট্রমন্ত্রী প্রায় ৬০ দিন দায়িত্ব পালন করছেন, তবে তিনি বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা সম্পর্কে কী পদক্ষেপ নিচ্ছেন?
এর উত্তরে, ট্যামি ব্রুস বলেন, “আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রসঙ্গ তুলছেন, যিনি এক সময় বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেশের পরিস্থিতি ও প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন।” এরপর, তিনি আরো বলেন, “পররাষ্ট্রমন্ত্রী রুবিও তার (প্রেসিডেন্ট ট্রাম্প) দৃষ্টিভঙ্গির অনুসরণে কাজ করছেন। তবে কূটনৈতিক আলোচনায় কী সিদ্ধান্ত হতে পারে, সে বিষয়ে আমি কোনো পূর্বানুমান করতে চাই না।”
কূটনৈতিক সম্পর্ক এবং আলোচনা প্রসঙ্গে তিনি আরো বলেন, “আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না বা কী ঘটতে পারে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে চাই না।” এরপর আর কোনো প্রশ্নের সুযোগ দেননি তিনি।
এছাড়া, সাম্প্রতিক বিষয় নিয়ে অন্যান্য প্রশ্নেরও প্রায় একই ধরনের উত্তর দিয়ে ট্যামি ব্রুস বিষয়টি এড়িয়ে গেছেন। তিনি জানান, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে কোনো মন্তব্য বা পূর্বানুমান করার ইচ্ছা তার নেই।