ঢাকা, শনিবার, মার্চ ২৯, ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১
Logo
logo

ইসরায়েলি হামলায় গাজার শীর্ষ নেতা নিহত, ভয়াবহ ধ্বংসযজ্ঞ!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম

ইসরায়েলি হামলায় গাজার শীর্ষ নেতা নিহত, ভয়াবহ ধ্বংসযজ্ঞ!

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। সোমবার মধ্যরাতে চালানো এ হামলায় গাজার ‘প্রধানমন্ত্রী’ সমপর্যায়ের নেতা ইশাম দা-লিস নিহত হয়েছেন।
নিশানা ছিল হামাস সরকারের শীর্ষ নেতারা!

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হামাস সরকারের উচ্চপর্যায়ের নেতাদের টার্গেট করেই এ হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন:

    ইশাম দা-লিস (সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ কমিটির প্রধান)
    আহমেদ আল-খাত্তা (বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক)
    মাহমুদ আবু ওয়াতফা (স্বরাষ্ট্রমন্ত্রী)
    বাহজাত আবু সুলতান (অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান)

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, হামাসের সামরিক ও বেসামরিক প্রশাসনে বড় আঘাত হানাই ছিল তাদের মূল লক্ষ্য।
গাজায় ভয়াবহ প্রাণহানি, নারী-শিশুরাও রক্ষা পায়নি!

এই বোমা হামলায় শুধু নেতারাই নন, চারশ’র বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।
গাজায় রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ইসরায়েল!

ইসরায়েল হুমকি দিয়েছে, হামাস জিম্মিদের মুক্তি না দিলে আরও ভয়াবহ হামলা চালানো হবে। এর আগে, ২০২৪ সালের জুলাইয়ে ইসরায়েল গাজার সাবেক প্রধানমন্ত্রী রাহি মুস্তাহাকে হত্যা করেছিল। তার স্থলাভিষিক্ত হয়েছিলেন ইশাম দা-লিস, যিনি এবার ইসরায়েলি আগ্রাসনের শিকার হলেন।
ফিলিস্তিনে মানবিক বিপর্যয়!

গাজায় দিন দিন বাড়ছে লাশের সংখ্যা, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ঘরবাড়ি। বিশ্ববাসী যখন যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে, তখনই ইসরায়েল আরও সহিংসতার দিকে এগিয়ে যাচ্ছে!