এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম
চোটের কারণে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা দলের সঙ্গে থাকছেন না লিওনেল মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানানো এই অধিনায়ক না থাকায়, আর্জেন্টিনার জন্য এটি এক বড় ধাক্কা। তবে মেসি মাঠের বাইরে থেকেও তার দলকে উৎসাহ দিতে অঙ্গীকার করেছেন।
বর্তমানে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা দুর্দান্ত পারফর্ম করছে। এই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ দুটির প্রাথমিক দলে ছিলেন মেসি, কিন্তু গত রোববারের মেজর লিগ সকারের ম্যাচে চোট পেয়ে তিনি দল থেকে বাদ পড়েন। কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেন ২৬ সদস্যের নতুন দল, যার মধ্যে মেসি নেই।
মেসি তার ইনস্টাগ্রাম স্টোরিতে হতাশা প্রকাশ করে বলেন, "আমি উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে বিশেষ এই ম্যাচগুলোর জন্য প্রস্তুত ছিলাম, তবে শেষ মুহূর্তে চোট আমাকে মাঠ থেকে বাইরে রেখেছে। যদিও চোট গুরুতর নয়, তবুও আমি দলের সঙ্গে মাঠে থাকতে পারছি না। তবে, আমি সমর্থক হিসেবে দলের পাশে আছি এবং তাদের উৎসাহ দেব।"
মেসি না থাকলেও আর্জেন্টিনা দুশ্চিন্তার কারণ নয়। ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের পথ প্রায় নিশ্চিত হয়ে গেছে তাদের জন্য। বর্তমানে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তারা তালিকার শীর্ষে রয়েছে, উরুগুয়ের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে। ব্রাজিল ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। আগামী শনিবার ভোরে আর্জেন্টিনা উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে, আর তিন দিন পর ব্রাজিলের মুখোমুখি হবে তারা।