ঢাকা, রবিবার, মার্চ ৩০, ২০২৫ | ১৬ চৈত্র ১৪৩১
Logo
logo

পুতিন ট্রাম্পকে এক ঘণ্টা অপেক্ষা করিয়ে ফোনে কথা বললেন!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম

পুতিন ট্রাম্পকে এক ঘণ্টা অপেক্ষা করিয়ে ফোনে কথা বললেন!

 

মঙ্গলবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুদ্ধবিরতি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। তবে, এই আলোচনা শুরুর আগে পুতিন ট্রাম্পকে এক ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য করেন। নির্ধারিত সময় অনুযায়ী বিকাল ৪টায় ফোনালাপ শুরু হওয়ার কথা থাকলেও, পুতিন তখন মস্কোর শিল্পপতিদের সঙ্গে একটি বৈঠকে ব্যস্ত ছিলেন এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তিনি ফোন ধরেননি।

এ সময়, রাশিয়ান কর্মকর্তারা পুতিনকে তাড়া করার চেষ্টা করলেও তিনি কোনো তাড়াহুড়ো করেননি। কনফারেন্সে পুতিনের সঙ্গী ছিলেন রুশ শিল্পপতিদের ইউনিয়নের প্রধান আলেকজান্ডার শখিন। শখিন পুতিনকে সময়ের কথা মনে করিয়ে দিলে, পুতিন হেসে বলেন, "তার কথা শোনার দরকার নেই, ওটাই তার কাজ।" তার পরই শখিন মন্তব্য করেন, "তবে ট্রাম্প কী বলেন, সেটা দেখতে হবে," এবং পুতিন উত্তরে জানান, "আমি তো ট্রাম্পের নাম নিইনি, আমি পেসকভের কথা বলেছি।"

এরপর, প্রায় এক ঘণ্টা দেরির পর, পুতিন মস্কো ইন্টারন্যাশনাল মিউজিক হলে থেকে বের হয়ে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। প্রায় দুই ঘণ্টা ধরে তাদের আলোচনা চলে। এই সময় পুতিন ৩০ দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের বিষয়ে রাজি হন। তবে, পুরো যুদ্ধবিরতির বিষয়ে তিনি এখনও সায় দেননি।

ট্রাম্প এই আলোচনা শেষে জানান, "পুতিনের সঙ্গে দারুণ আলোচনা হয়েছে, আমরা শান্তি ফেরানোর বিষয়ে কথা বলেছি।" তবে, পুরো যুদ্ধ শেষ করতে এখনও অনেক কিছু বাকি রয়েছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।