ঢাকা, সোমবার, মার্চ ২৪, ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১
Logo
logo

ভারতের সঙ্গে সম্পর্ক চমৎকার, কিন্তু শুল্ক নীতিই বড় সমস্যা" – ট্রাম্প


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৫, ০৭:০৩ পিএম

ভারতের সঙ্গে সম্পর্ক চমৎকার, কিন্তু শুল্ক নীতিই বড় সমস্যা" – ট্রাম্প

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের সঙ্গে তার সম্পর্ক দারুণ। তবে একটি বড় সমস্যা রয়েছে— ভারত বিশ্বের অন্যতম উচ্চ শুল্ক আরোপকারী দেশ। সম্প্রতি ব্রেইটবার্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, "আমি ভারতের সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রেখেছি, তবে সমস্যা একটাই— তারা অত্যন্ত উচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর মধ্যে একটি। আমি বিশ্বাস করি, ভারত এই শুল্ক কমাবে। যদি না কমায়, তাহলে ২ এপ্রিল থেকে আমরাও তাদের ওপর পাল্টা শুল্ক আরোপ করব।"

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ট্রাম্প ভারতের বাণিজ্য নীতি নিয়ে আগেও অসন্তোষ প্রকাশ করেছেন এবং এবারও তিনি তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন।

এছাড়া, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (আইএমইসি) নিয়ে ট্রাম্প বলেন, "এটি এমন কিছু দেশের জোট, যারা আমাদের বাণিজ্যে ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে। এটি আমাদের জন্য একটি শক্তিশালী বাণিজ্য অংশীদারিত্ব হয়ে উঠবে।"

ট্রাম্প বহুবার ভারতের শুল্ক নীতির সমালোচনা করেছেন এবং ‘ট্যারিফ কিং’ বলেও অভিহিত করেছেন। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে ভারত অযথা শুল্ক বৃদ্ধি করছে, যা বাণিজ্য ভারসাম্য নষ্ট করছে।

আগামী ২ এপ্রিল থেকে যদি ভারত তাদের উচ্চ শুল্ক নীতি না বদলায়, তাহলে আমেরিকা পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ফলে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।