ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

পঞ্চায়েত নির্বাচন কি এগিয়ে আসছে? মুখ্যমন্ত্রীর কথায় জল্পনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ জুন, ২০২২, ০৩:০৬ পিএম

পঞ্চায়েত নির্বাচন কি এগিয়ে আসছে? মুখ্যমন্ত্রীর কথায় জল্পনা

পঞ্চায়েত নির্বাচন কি এগিয়ে আসছে? মুখ্যমন্ত্রীর কথায় জল্পনা

 নির্ধারিত সময়ে হলে তেইশের এপ্রিল-মে মাসে বাংলায় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) হওয়ার কথা। কিন্তু গ্রামের সরকার গঠনের সেই ভোট কি এবার এগিয়ে আনবে রাজ্য সরকার?

বুধবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যা বললেন তাতে সেই জল্পনাই উস্কে গিয়েছে। এদিন পঞ্চায়েতের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “কাজগুলো ঝটপট করুন, নইলে ইলেকশনে ললিপপ খাবেন। ইলেকশন (পড়ুন পঞ্চায়েত ভোট) যে কোনও দিন ঘোষণা হয়ে যাবে।”

মমতা যখন বিরোধী নেত্রী সেই সময় থেকেই গ্রীষ্মকালে প্রবল দাবদাহে ভোটের ব্যাপারে আপত্তি জানাতেন। তিনি দাবি তুলেছিলেন, শীতকালে ভোট করাতে হবে। ২০১৩-র ভোটে রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার মীরা পাণ্ডের সঙ্গে ঐতিহাসিক সংঘাত বেঁধেছিল রাজ্য সরকারের। তখন মমতা বন্দ্যোপাধ্যায় সবেমাত্র সরকারে এসেছেন। সেই সময়ে মুকুল রায় একবার সাংবাদিক সম্মেলন করে এও হুঁশিয়ারি দিয়েছিলেন, গরমে ভোটের সময়ে লাইনে দাঁড়িয়ে যদি কারও মৃত্যু হয় তাহলে ওই ডেডবডি নিয়ে নির্বাচন কমিশনের দফতরে আনা হবে।

 
যদিও সেই পরিস্থিতি তৈরি হয়নি। তবে এবার পাঁচ কর্পোরেশনের ভোট হয়েছে শীতকালে। ১০৩টি পুরসভায় ভোট হয়েছিল ফেব্রুয়ারিতে। তখন না গরম, না শীত। হতে পারে পঞ্চায়েত ভোটকেও এগিয়ে এনে শীতকালে করতে পারে রাজ্য সরকার। যাতে দানবীয় দাবদাহকে এড়ানো যায়।

তবে ভোট এগোনোর ব্যাপারে মুখ্যমন্ত্রী এদিন সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বললে হয়তো অতি সরলীকরণ হয়ে যেতে পারে। বরং বলা যেতে পারে, মুখ্যমন্ত্রীর কথা শুনে ভোট এগোনোর সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

অনেকের মতে, পঞ্চায়েত ভোটের জন্য তৃণমূল তথা শাসক দলের যে প্রস্তুতি রয়েছে তা বিজেপি বা বিরোধীদের নেই। হয়তো সেই সুযোগটাই নিতে চাইতে পারে তৃণমূল।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে