ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

কলকাতা নাইট রাইডার্স শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৫, ০৭:০৩ পিএম

কলকাতা নাইট রাইডার্স শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী

 

আইপিএল ইতিহাসে একাধিক শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স, তাদের অন্যতম সফল মৌসুম ছিল ২০১২, ২০১৪ এবং ২০২৪। এবারের আসরেও দলটি শিরোপা ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। গত আসরে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে তারা শিরোপা জিতলেও, এবার নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে আজিঙ্কা রাহানেকে। রাহানে ও সহ-অধিনায়ক ভেঙ্কাটেশ আইয়ার দলের প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত।

আজিঙ্কা রাহানে সংবাদ সম্মেলনে দলের শক্তি ও আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন। তিনি জানান, "আমাদের দল এবার আরও শক্তিশালী হয়েছে, সবাই এক লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ইডেনে খেলার জন্য আমি অপেক্ষা করছি।" রাহানে নতুন অধিনায়ক হিসেবে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মুম্বাইয়ের বিপক্ষে শিরোপা জিতেছেন, যা তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।

ডোয়াইন ব্রাভো দলের মনোভাব নিয়ে বলেন, "সাফল্য আসবে যদি আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমাদের লক্ষ্য পর পর দু’বছর শিরোপা জয়। আমি এই দলের মধ্যে চ্যাম্পিয়নের মানসিকতা আনতে চাই।" একই সঙ্গে, ভেঙ্কাটেশ আইয়ারও দলের ভারসাম্য নিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, "এখানে যেমন অভিজ্ঞ খেলোয়াড়রা আছেন, তেমনই তরুণদেরও সুযোগ দেওয়া হয়েছে। এটি দলের শক্তি বাড়িয়েছে।"

উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের জন্য পুরনো ২০০৮-০৯ সালের কালো-সোনালি জার্সি ফিরিয়ে এনেছে, যা দলের অতীতের স্মৃতি মনে করিয়ে দেয়। এখনো সমর্থকদের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল শিরোপা অক্ষুণœ রাখতে প্রতিজ্ঞ।