ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

মহারাষ্ট্র সঙ্কট: কাল বিধানসভায় অগ্নিপরীক্ষা উদ্ধবের, আজ মুম্বই ফিরছেন শিন্ডেরা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ জুন, ২০২২, ০৩:০৬ পিএম

মহারাষ্ট্র সঙ্কট: কাল বিধানসভায় অগ্নিপরীক্ষা উদ্ধবের, আজ মুম্বই ফিরছেন শিন্ডেরা

মহারাষ্ট্র সঙ্কট: কাল বিধানসভায় অগ্নিপরীক্ষা উদ্ধবের, আজ মুম্বই ফিরছেন শিন্ডেরা

 মহারাষ্ট্রে (Maharashtra) বিধানসভায় আগামীকাল সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackrey)। রাজভবন থেকে আগামীকাল সকাল ১১’টায় অধিবেশন ডাকতে বিধানসভার সচিব মারফত ডেপুটি স্পিকার তথা বর্তমান কার্যনির্বাহী স্পিকারকে জানানো হয়েছে।

তবে, ডেপুটি স্পিকার কোনও আইনি পথ নেবেন কিনা সেটাও এখন দেখার। তাঁর বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব বিধানসভার বিবেচনাধীন।

এদিকে, আজই মুম্বই ফিরবেন বলে জানিয়েছেন বিদ্রোহী শিবসেনা মন্ত্রী একনাথ শিন্ডে। চলতি পরিস্থিতি অনুযায়ী উদ্ধব ঠাকরের সরকারের মেয়াদ কালই শেষ হয়ে যেতে পারে।

সূত্রের খবর, বিধানসভার অধিবেশনের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হতে পারে। সেক্ষেত্রে শিবসেনার দুই শিবিরের বক্তব্য সরাসরি তাদের মুখ থেকেই জানা যাবে।

গতকাল রাতে দিল্লি থেকে ফিরে রাতেই রাজভবনে যান বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশ। দুদিন আগে থেকেই সরকার গড়ার তোড়জোড় শুরু করে বিজেপি।

বিজেপির বিরোধী দলনেতা গতকাল দুপুরেই দিল্লি পৌঁছন। বিকেলে তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অমিত শাহের সঙ্গেও আলাদা করে ফোনে কথা হয় ফড়নবিশের। তারপর রাতেই তিনি মুম্বই ফেরেন এবং সেখান থেকে সটান তাঁর কনভয় যায় রাজভবনে।

সূত্রের খবর, তিনি রাজ্যপালকে বলেছেন যে অবিলম্বে বিধানসভা অধিবেশন ডেকে উদ্ধব ঠাকরেকে তাঁর সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে। ফড়নবিশের দাবি, শিবসেনার প্রায় ৩৯ জন বিধায়ক গত প্রায় দু’সপ্তাহ ধরে রাজ্যের বাইরে আছেন। সকলেই আদালতে মামলা করে, সংবাদমাধ্যম-সহ বিভিন্ন জায়গায় বিবৃতিতে জানিয়েছেন যে, তাঁরা কেউই আর শিবসেনার সঙ্গে নেই। অৰ্থাৎ, মহারাষ্ট্রের এই বিকাশ আগাড়ি জোট সরকার সংখ্যালঘু সরকারে পরিণত হয়েছে।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে