ঢাকা, শনিবার, মার্চ ২৯, ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১
Logo
logo

পর্তুগালের জয় দেখতে সমর্থকদের পাশে চান ক্রিশ্চিয়ানো রোনালদো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম

পর্তুগালের জয় দেখতে সমর্থকদের পাশে চান ক্রিশ্চিয়ানো রোনালদো

 

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ডেনমার্কের বিপক্ষে হারের পর সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে পর্তুগালের জন্য। তবে দলকে শেষ চারে তুলতে সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু তাই নয়, তিনি চান, এই গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগিজ সমর্থকরা যেন দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে প্রেরণা দেন।

গত ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়ে নিজেদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছেন রোনালদো। তবে ঘরের মাঠে ফিরতি লেগে সব বদলে দেওয়ার বিশ্বাস রাখেন তিনি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার বলেন, "আমাদের অবশ্যই জিততে হবে। এটা সহজ হবে না, তবে এটাই ফুটবলের সৌন্দর্য। আমি দর্শকদের পাশে চাই। তারা আমাদের শক্তি জোগাক, কারণ আমরা আমাদের সেরাটা দেব।"

রোনালদো জানান, পরাজয়ের চিন্তা মাথায় নেই তার। তিনি বলেন, "আমি জীবনে অনেক ম্যাচ হেরেছি, কিন্তু প্রথম লেগেই কখনও হার মানিনি। খারাপ দিন আসতে পারে, কিন্তু আমরা ঘুরে দাঁড়াব।"

জয়ের জন্য উদগ্রীব এই তারকা আরও বলেন, "আমি চাই, ম্যাচ শেষে মাথা উঁচু করে মাঠ ছাড়তে। গোল করতে পারলে ভালো লাগবে, তবে আমি না পারলেও অন্য কেউ করুক—শুধু চাই পর্তুগাল জয়ী হোক।"

দল নিয়ে কোনো শঙ্কা নেই রোনালদোর। তিনি আত্মবিশ্বাসী, পর্তুগিজ দল ঐক্যবদ্ধভাবে লড়াই করবে এবং সমর্থকদের উৎসাহ পেলে তারা দুর্দান্ত কিছু উপহার দেবে। "অনেকে আমাদের হারতে দেখতে চায়, কিন্তু যারা পাশে থাকবে, তারা যদি ইতিবাচক শক্তি দেয়, তাহলে আমরা জয় নিয়েই ফিরব।"