এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫, ০৫:০৩ পিএম
বিয়ের মাত্র দুই সপ্তাহের মাথায় ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন করানোর অভিযোগ উঠেছে এক নববধূর বিরুদ্ধে। প্রেমিকের সঙ্গে সম্পর্ক বজায় রাখতেই স্বামীকে সরিয়ে দেওয়ার জন্য তিনি এমন চক্রান্ত করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ভারতের উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে অভিযুক্ত নববধূর নাম প্রগতি যাদব, আর তার প্রেমিকের নাম অনুরাগ যাদব। দীর্ঘ চার বছর ধরে তাদের সম্পর্ক ছিল, কিন্তু পরিবারের চাপে ৫ মার্চ দিলীপ নামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় প্রগতির। তবে বিয়ের পরও প্রেমিকের সঙ্গে দেখা করতে না পারায় এক ভয়ংকর সিদ্ধান্ত নেন তিনি—স্বামীকে হত্যা করতে হবে!
এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রেমিক অনুরাগের সহায়তায় রামাজি চৌধুরী নামে এক পেশাদার খুনিকে ২ লাখ রুপিতে ভাড়া করা হয়।
১৯ মার্চ দিলীপকে কৌশলে মাঠে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করা হয় এবং গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু একদিন পর, ২০ মার্চ, চিকিৎসাধীন অবস্থায় দিলীপ মারা যান।
সিসিটিভি ফুটেজ ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তদন্ত এগিয়ে নেয় পুলিশ। দ্রুতই প্রগতি, অনুরাগ এবং রামাজিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি পিস্তল, চারটি গুলি, একটি বাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এখনও আরও কয়েকজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে, আর এই নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যের প্রতিটি সত্য উদঘাটনের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।