ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ | ১৮ চৈত্র ১৪৩১
Logo
logo

সিগন্যাল কেলেঙ্কারি: গোপন সামরিক পরিকল্পনা ফাঁস, প্রবল চাপে ট্রাম্প প্রশাসন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম

সিগন্যাল কেলেঙ্কারি: গোপন সামরিক পরিকল্পনা ফাঁস, প্রবল চাপে ট্রাম্প প্রশাসন

 

যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনার গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় প্রবল চাপে পড়েছে ট্রাম্প প্রশাসন। ইয়েমেনের হুতিদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে ‘সিগন্যাল’ অ্যাপে গোপন আলোচনা চলছিল, যা ভুলক্রমে ফাঁস হয়ে যায়। এই তথ্য প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য আটলান্টিক’, যার পর থেকেই রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। বিরোধী ডেমোক্র্যাটরা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজের পদত্যাগ দাবি করেছেন।

ডেমোক্র্যাটদের অভিযোগ, এই কেলেঙ্কারির ফলে রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। কংগ্রেসের সিনেট ইন্টেলিজেন্স কমিটিতে বিষয়টি নিয়ে জোরালো শুনানি চলছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ দাবি করেছেন, ফাঁস হওয়া তথ্য কোনোভাবেই রাষ্ট্রীয় গোপনীয়তার মধ্যে পড়ে না।

আটলান্টিকের প্রতিবেদনে বলা হয়েছে, সিগন্যালের চ্যাট গ্রুপে ভুলবশত যুক্ত হয়ে যান সাংবাদিক জেফরি গোল্ডবার্গ। তিনি চ্যাটে থাকা তথ্য হাতে পেয়ে তা প্রকাশ করেন। চ্যাটের গুরুত্বপূর্ণ অংশে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ হুতিদের ওপর হামলার সময়সূচি, আক্রমণের কৌশল এবং ড্রোন ব্যবহারের প্রসঙ্গ উল্লেখ করেন। হুতিদের দাবি, এই হামলায় নারী ও শিশুসহ ৫৩ জন নিহত হয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ পাল্টা প্রতিক্রিয়ায় বলেছেন, ফাঁস হওয়া তথ্যে কোনো গোপনীয় কৌশল ছিল না। প্রেসিডেন্ট ট্রাম্পের মুখপাত্র ক্যারোলাইন লেভিটও বিষয়টিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।