এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো বার্তায় মোদি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক কেবল কূটনৈতিক বন্ধন নয়, বরং ইতিহাস, ত্যাগ ও অভিন্ন লক্ষ্য দ্বারা গঠিত একটি সুগভীর অংশীদারত্ব। তিনি আরও বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের প্রতি সংবেদনশীল থেকে এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দুই দেশের সম্পর্ককে পথপ্রদর্শক হিসেবে এগিয়ে নিচ্ছে উল্লেখ করে মোদি বলেন, এটি বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমুখী এবং এটি বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়সহ নানা ক্ষেত্রে সমৃদ্ধ হচ্ছে। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক, স্থিতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন সবসময় অব্যাহত থাকবে। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।