ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ | ১৮ চৈত্র ১৪৩১
Logo
logo

ক্রিকেটবান্ধব নকশায় তৈরি হবে হোবার্টের নতুন ছাদযুক্ত স্টেডিয়াম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম

ক্রিকেটবান্ধব নকশায় তৈরি হবে হোবার্টের নতুন ছাদযুক্ত স্টেডিয়াম

 

অস্ট্রেলিয়ার হোবার্টে নির্মাণাধীন নতুন ওয়াটারফ্রন্ট স্টেডিয়ামের ছাদ নকশায় বড় পরিবর্তন আনা হচ্ছে, যাতে এটি ক্রিকেটের জন্য আরও উপযোগী হয়। প্রথমে পরিকল্পিত স্থায়ী ছাদ মাঠের গুরুত্বপূর্ণ অংশে ছায়া ফেলতে পারে বলে জানা গেছে, যা খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।

তাসমানিয়ার নতুন ২৩,০০০ আসনের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল মূলত অস্ট্রেলিয়ান ফুটবল লিগের (এএফএল) নতুন দলের জন্য। তবে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ক্রিকেট তাসমানিয়া সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছে যে, ছাদের বর্তমান নকশা ক্রিকেট ম্যাচ পরিচালনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।

গবেষণায় দেখা গেছে, ছাদ থেকে আসা ছায়া বিশেষ করে পিচের ওপর পড়লে বলের গতি ও দৃশ্যমানতা প্রভাবিত হতে পারে। এ কারণে নকশায় স্বচ্ছ ছাদ ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে, যা ইস্পাত ও কাঠের সমন্বয়ে তৈরি হবে। পাশাপাশি কাঠের বিমের সংখ্যা কমিয়ে ও নির্মাণ সামগ্রী পরিবর্তন করে ছায়ার সমস্যা কমানোর চেষ্টা করা হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট তাসমানিয়া উভয়েই চায়, এই স্টেডিয়ামটি শুধু ফুটবলের জন্যই নয়, ক্রিকেটের জন্যও আদর্শ হোক। এতে আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ আয়োজনে সুবিধা হবে।

প্রায় ৭৭৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের এই প্রকল্প ২০২৯ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্টেডিয়ামটির নকশা ও চূড়ান্ত অনুমোদন বিষয়ে তাসমানিয়ার রাজ্য সংসদে শিগগিরই ভোট হবে।