এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে বাকি মাত্র এক বছর। এবার প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সরাসরি বিশ্বকাপে খেলবে। তবে বাকি ৪৫ দলকে কঠিন বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে।
২০২৩ সালের ৭ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হয়, যা চলবে ২০২৫ সালের ২৬ মার্চ পর্যন্ত। তবে ইতোমধ্যেই কয়েকটি দল তাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে।
এশিয়ার দুই পরাশক্তি জাপান ও ইরান দারুণ পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। দক্ষিণ আমেরিকা থেকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম দল হিসেবে টিকিট নিশ্চিত করেছে। ওশেনিয়া অঞ্চলে শক্তিশালী নিউজিল্যান্ডও নিশ্চিত করেছে নিজেদের বিশ্বকাপ যাত্রা।
বিশ্বকাপের বাকি দলগুলোর ভাগ্য নির্ধারিত হবে আগামী বছরের মার্চ পর্যন্ত চলা বাছাইপর্বের লড়াইয়ে। বিশ্বের নানা প্রান্তে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে দেখতে, আরও কোন দল বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে পারে।
উল্লেখ্য, ১৯ জুন ২০২৬ থেকে শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব। এক মাসের লড়াই শেষে ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই মেগা আসরের। এবার কি নতুন কোনো চ্যাম্পিয়ন পাবে ফুটবল বিশ্ব, নাকি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখবে? উত্তরের জন্য অপেক্ষা ২০২৬ সালের জুন পর্যন্ত!