ঢাকা, বুধবার, এপ্রিল ২, ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Logo
logo

ওসাসুনাকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করলো বার্সেলোনা!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ০২:০৩ পিএম

ওসাসুনাকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করলো বার্সেলোনা!

 

লা লিগায় দারুণ ছন্দে থাকা বার্সেলোনা এবার ওসাসুনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। প্রতিপক্ষ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বার্সার দাপুটে ফুটবলের সামনে অসহায় হয়ে পড়ে। এই জয়ে হ্যান্সি ফ্লিকের দল লিগ টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করলো, তিন পয়েন্টে পেছনে ফেলে দিলো চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে।

ম্যাচের শুরু থেকেই পরিকল্পিত আক্রমণে ওসাসুনার রক্ষণভাগ চাপে রাখে কাতালান ক্লাবটি। মাত্র ১১ মিনিটেই ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় বার্সা। এরপর ২১ মিনিটে পেনাল্টি থেকে দানি ওলমো গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। ২-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে ওসাসুনা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। বরং বদলি নামা তারকা স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি গোল করে দলের জয় আরও নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের দাপুটে জয় তুলে নেয় বার্সেলোনা।

এই জয়ে ২৮ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৬৩। সমান ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ এবং ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাথলেটিকো মাদ্রিদ। লিগ শিরোপার দৌড়ে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করলো কাতালানরা!