ঢাকা, বুধবার, এপ্রিল ২, ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Logo
logo

ভারতে ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস, বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ০২:০৩ পিএম

ভারতে ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস, বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা

 

ভারতে এবার ট্রাম্পের ধাঁচে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’ পাস করেছে মোদি সরকার। লোকসভায় পাস হওয়া এই বিলটি দেশটির অভিবাসী নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি নিয়ে আলোচনার সময় বলেন, “যে ব্যক্তিরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাদের দেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।”

অমিত শাহ আরও বলেন, “ভারত কোনো ধর্মশালা নয়।” তিনি যোগ করেন, যারা ভারতে উন্নয়নে অবদান রাখতে আসবেন, তাদের সব সময় স্বাগত জানানো হবে, তবে যারা দেশের জন্য হুমকি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শাহ এই বিলকে ভারতের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে সহায়ক হিসেবে দেখছেন। তিনি জানান, বিদেশিদের ওপর নিবিড় নজরদারি নিশ্চিত করতে এই আইন কার্যকর হবে, এবং এর মাধ্যমে দেশের অর্থনীতি ও ব্যবসা আরও চাঙা হবে।

শাহ ভারতের-বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গেও মন্তব্য করেছেন। তিনি জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে ২,২১৬ কিলোমিটার এলাকা রয়েছে, যার মধ্যে প্রায় ১,৬৫৩ কিলোমিটার কাঁটাতার বসানো হয়েছে। তবে বাকি ৫৬৩ কিলোমিটার এলাকা নিয়ে সমস্যা রয়েছে। এই এলাকায় কাঁটাতার বসানো অসম্ভব, কারণ এখানে নদী-নালা রয়েছে। অমিত শাহ পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আক্রমণ করে বলেন, “বাংলার সরকার কাঁটাতার বসাতে দিচ্ছে না। ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে এই কাজ শেষ হবে।”

বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে সতর্কতা জানিয়ে শাহ বলেন, “বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রাজ্য সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ছে, এবং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”