ঢাকা, বুধবার, এপ্রিল ২, ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Logo
logo

কাতারকে ১৯৬ কোটি ডলারের ড্রোন বিক্রি করবে যুক্তরাষ্ট্র


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ০২:০৩ পিএম

কাতারকে ১৯৬ কোটি ডলারের ড্রোন বিক্রি করবে যুক্তরাষ্ট্র

 

যুক্তরাষ্ট্র কাতারকে ১৯৬ কোটি ডলারের আটটি এমকিউ-৯বি ড্রোন এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। এই চুক্তি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র কাতারের নিরাপত্তা এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, এই বিক্রয় কাতারের নিরাপত্তা উন্নত করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্য অর্জনে সাহায্য করবে।

ডিএসসিএ আরও জানিয়েছে, এই পদক্ষেপ কাতারকে বর্তমান এবং ভবিষ্যতে নিরাপত্তা হুমকি মোকাবিলায় আরও সক্ষম করে তুলবে। তবে, এই চুক্তি এখনো সিনেটের আনুষ্ঠানিক অনুমোদন পায়নি, তবে মার্কিন কংগ্রেসে তথ্য সরবরাহ করা হয়েছে।

এমকিউ-৯বি ড্রোন একটি অত্যাধুনিক দূরপাল্লার বিমান যা নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং হামলার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। কাতার এই ড্রোনগুলোর মাধ্যমে তার আকাশ প্রতিরক্ষা শক্তি আরও শক্তিশালী করতে সক্ষম হবে, বিশেষ করে অঞ্চলভিত্তিক নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে।

কাতার বর্তমানে মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সম্প্রতি ইসরায়েল-হামাস সংঘাতের অবসান ঘটানোর প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এমন একটি সময়ে কাতারের সঙ্গে এই ড্রোন বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতাকে আরও দৃঢ় করবে।