ঢাকা, বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইসরায়েলি সেটেলারদের আতঙ্কে প্যালেস্টাইনের বেদুইনরা নিজ ভূমি থেকে বিতাড়িত!


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৫, ০২:০৪ এএম

ইসরায়েলি সেটেলারদের আতঙ্কে প্যালেস্টাইনের বেদুইনরা নিজ ভূমি থেকে বিতাড়িত!

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ শুরু হলে ফাইয়েজ আতিল বুঝতে পেরেছিলেন যে অচিরেই ওয়েস্ট ব্যাংকের তাদের সম্প্রদায়ও আক্রমণের শিকার হবে। জর্ডান ভ্যালির ঐতিহ্যবাহী পশুচারণ সম্প্রদায় জানুতা গ্রামের বাসিন্দা আতিল ও তার গ্রামবাসী বহু বছর ধরে অবৈধ ইসরায়েলি সেটেলারদের উৎপীড়নের শিকার হচ্ছিলেন। কিন্তু গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এই সহিংসতা ভয়াবহ রূপ নেয়।

"হঠাৎ করেই মনে হচ্ছিল যেন আমরা যুদ্ধের মধ্যে আছি," ফোনে আল জাজিরাকে বলছিলেন ৪৫ বছর বয়সী আতিল। "প্রতিদিন, রাত-দিন অবৈধ সেটেলাররা আমাদের ভেড়া চুরি করতে আসে, আমাদের সম্পত্তি ও গাড়ি ভাঙচুর করে।"

২০২৪ সালের অক্টোবর শেষে ইসরায়েলি সেটেলাররা এক ৭৭ বছর বয়সী প্যালেস্টাইনি মেষপালককে নির্মমভাবে প্রহার করলে আতিল তার পরিবার নিয়ে গ্রাম ছাড়তে বাধ্য হন। "তারা বৃদ্ধকে, তার স্ত্রী ও শিশু সন্তানদের পিটিয়েছে। সেটেলারদের এতটা হিংস্রতা আমরা এর আগে কখনো দেখিনি," বলছিলেন আতিল।

প্যালেস্টাইনি অলাভজনক সংস্থা আল-হাকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ওয়েস্ট ব্যাংকের ৪৬টি বেদুইন সম্প্রদায়কে ইসরায়েলি সেটেলাররা তাদের জমি থেকে উচ্ছেদ করেছে। ইসরায়েলি মানবাধিকার সংস্থা বি'তসলেমের মুখপাত্র শাই পার্নেস বলেছেন, "এটা শুধু উগ্র সেটেলারদের সহিংসতা নয়, এটা রাষ্ট্রীয় সহিংসতা।"

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েল ওয়েস্ট ব্যাংকে মোতায়েনকৃত হাজার হাজার সৈন্যকে গাজায় স্থানান্তর করে এবং তাদের জায়গায় "চরমপন্থী সেটেলারদের" নিয়োগ দেয়। পার্নেসের মতে, "৭ অক্টোবরের পর সেটেলাররা হঠাৎ করেই অস্ত্র, গোলাবারুদ ও সামরিক ইউনিফর্ম পেয়ে যায়।" এর ফলে তাদের প্যালেস্টাইনিদের গ্রেফতার ও হত্যার আইনি ক্ষমতাও দেওয়া হয়।

এই উচ্ছেদগুলো সবই ঘটেছে ওয়েস্ট ব্যাংকের 'এলিয়া সি' তে, যা কৃষি সম্পদে সমৃদ্ধ কিন্তু জনবসতিহীন এলাকা। ১৯৯৩ সালের অসলো চুক্তির মাধ্যমে ওয়েস্ট ব্যাংককে তিনটি এলাকায় ভাগ করা হয়, যার মধ্যে এলাকা সি সবচেয়ে বড় (৬০%) এবং এটি ইসরায়েলি সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, সেনাবাহিনীর সমর্থন পেয়ে সেটেলাররা সহজেই দুর্বল প্যালেস্টাইনি পশুপালক সম্প্রদায়গুলোর উপর হামলা চালিয়ে তাদের জমি থেকে তাড়িয়ে দিচ্ছে।

অসলো চুক্তির লক্ষ্য ছিল ওয়েস্ট ব্যাংকে একটি প্যালেস্টাইনি রাষ্ট্র গঠন করা। কিন্তু গত ৩২ বছরে অবৈধ ইসরায়েলি বসতির সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে, যার জনসংখ্যা ২ লাখ থেকে বেড়ে ৭ লাখ ৫০ হাজারে পৌঁছেছে।

#প্যালেস্টাইন_সংকট #ইসরায়েলি_সেটেলার #ওয়েস্ট_ব্যাংক #মানবাধিকার_লঙ্ঘন #বেদুইন_উচ্ছেদ