ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

মেটার ফেসবুক-ইনস্টাগ্রামে ইসরায়েলের 'সেন্সরশিপ জঙ্গিবাদ': ৯০ হাজার পোস্ট ডিলিটের অভিযোগ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৫, ১২:০৪ পিএম

মেটার ফেসবুক-ইনস্টাগ্রামে ইসরায়েলের 'সেন্সরশিপ জঙ্গিবাদ': ৯০ হাজার পোস্ট ডিলিটের অভিযোগ

এক রিপোর্টে ফাঁস হয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরোধী বা ফিলিস্তিন সমর্থক পোস্ট দমনে মেটা (ফেসবুক-ইনস্টাগ্রাম) চালিয়েছে 'সর্বাত্মক সেন্সরশিপ অভিযান'! অনলাইন নিউজ পোর্টাল ড্রপ সাইটের এক্সক্লুসিভ রিপোর্টে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সরকারের অনুরোধে মেটা ৯৪% ক্ষেত্রেই পোস্ট ডিলিট করেছে।

ভিতরের সূত্র ও হুইসেলব্লাওয়ারদের বরাতে ড্রপ সাইট জানিয়েছে:

  • ইসরায়েলের রিমুভাল রিকোয়েস্ট পেয়ে গড়ে ৩০ সেকেন্ডের মধ্যেই পোস্ট ডিলিট করেছে মেটা

  • এ পর্যন্ত ৯০ হাজার পোস্ট সরিয়ে ফেলা হয়েছে

  • অটোমেটেড সিস্টেমে আরও ৩৮.৮ মিলিয়ন পোস্ট 'অ্যাকশন' নেওয়া হয়েছে

"লিক হওয়া ডকুমেন্টে দেখা যাচ্ছে, ইসরায়েলের টেকডাউন রিকোয়েস্টের টার্গেট হয়েছে প্রধানত আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ইউজাররা," বলেছে ড্রপ সাইট।

সাইটটির মতে, "ইসরায়েল এখন বিশ্বে সবচেয়ে বেশি টেকডাউন রিকোয়েস্ট পাঠানোর রেকর্ডধারী। আর মেটা তাতে সায় দিয়ে তৈরি করেছে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় 'মাস সেন্সরশিপ অপারেশন'।"

এই রিপোর্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা শুরু হয়েছে। মুক্তচিন্তার সমর্থকরা বলছেন, "এটা স্রেফ মতপ্রকাশের স্বাধীনতার উপর হামলা।" অন্যদিকে, মেটার পক্ষ থেকে এখনও কোনো কি প্রতিক্রিয়া আসেনি।

প্রশ্ন উঠেছে:

  • ডিজিটাল জগতে কি ইসরায়েলের 'স্পেশাল ট্রিটমেন্ট' চলছে?

  • মতপ্রকাশের স্বাধীনতা vs 'নিয়ন্ত্রণ' - কোথায় গিয়ে দাঁড়াবে সোশ্যাল মিডিয়া জায়ান্টরা?

#মেটা #সেন্সরশিপ #ইসরায়েল #ফিলিস্তিন #ফেসবুক